-
যে মাটির গন্ধে বেড়ে উঠা, আমার কথামালা
যে মাটির গন্ধে বেড়ে উঠা জিন্না আরা রোজী আমি যুগ যুগ ধরে বেঁচে থাকতে চাই।তোমাদেরই মাঝে,যেখানে কাঁদা মাটির গন্ধ লেপ্টে আছে;সেখানেই আমার শিকড়,সেখানেই আমার নাড়ীর টান।যে পথে সবুজের মেলা সে পথে আমার পদচারণা।মটরশুঁটির ক্ষেতে জড়াজড়ি আর মাখামাখিতে ভরাসেখানেই আমার প্রাণের ভালবাসা,যেখানে মায়ের আদরে দিন যেত হেসেখেলেসেখানেই আমার ভালবাসা জড়িয়ে আছে। আবছা সকালে ঘুম ভেঙে যেতো সুমধুর আযানের ধ্বনিতে।বাবার শাসনে যেখানে দিনের শুরু,সেখানে শুধুই মঙ্গলের বাতিঘর।যেখানে মেঠোপথের বাঁকে বাউলের গান,শিথিল করতো সকল বাঁধন,সেখানেই আমার প্রাণের স্পন্দন। ব্যথাতুর আঁখি এখনও কেঁদে ফিরেসেই শ্যামল সবুজ গাঁয়ের পথে,যেখানে আমার শৈশবের স্মৃতি গাঁথা।বকুলের মালা এখনও জড়িয়ে আমার গায়েভুলতে পারি না তারে, সেখানে আমার স্বপ্ন…