• মোহাম্মদ-আব্দুল-বাছেত
    মানিকহাট,  মালিফা,  লেখক পরিচিতি,  শিক্ষকবৃন্দ,  সাহিত্য

    মোহাম্মদ আব্দুল বাছেত

    অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত ১৯৭৩ সালের ১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামে জন্মগ্রহণ করেন।   পারিবারিক জীবন: পিতা মৃত ছাদেক আলী শেখ, মাতা মোছা. ছোলেমা কুলসুম। তিনি আট ভাইয়ের মধ্যে ষষ্ঠ। স্ত্রী শামীমা নাজনীন শিলা (বিএসএস) ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ফাহিম ইমতিয়াজ অয়ন, আরাফাত আজমীর ও ইসরাফিল আনাস নামে তাঁদের তিন সন্তান রয়েছে। শিক্ষা জীবন: অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত মালিফা ১ ন. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। উলাট সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ১৯৮৭ সালে দাখিলে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং একই প্রতিষ্ঠান থেকে ১৯৮৯ সালে আলিমে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে…

error: Content is protected !!