-
আত্মবিরহ; ভোর হয়,আবার অন্ধকার নামে
আত্মবিরহ ফজলুল হক বাতাসে দীর্ঘশ্বাস কেটে গেলো হৈমন্তিক পূর্ণিমা রাত, প্রেমহীন নগর প্রাচীরে ভোরের অপেক্ষা খাঁচাবন্দী সূর্যটা উঁকি দিয়ে যায় আঁধারের চাদর সরিয়ে, মনের দেয়ালচিত্রে ভেসে ওঠে স্বপ্ন ভাঙার কতো যে বিবর্ণ ছবি! এ যেনো ওবেলার নিখাদ ভালোবাসার নিস্ফল আত্মসমর্পণ। বেখেয়ালি বাতাসের ঝাপটায় ভেঙে পড়ে বিশ্বাসের ঘর অবিশ্বাসের ঝর্ণা জলে ভেসে যায় প্রেমালংকারে গড়া স্বপ্নতরী বৃথাই চেয়ে থাকে কিছু প্রাণ ব্যথার রক্তাক্ত দেয়ালে পরাজিত ক্লান্ত মানুষের মতো, যেখানে ভোরের আলো ফোটে না স্বাভাবিক নিয়মে সূৃর্যও ওঠে না প্রত্যাশার সূচনা সংগীত নিয়ে; মিষ্টি অনুভূতিগুলো শুধুই অভিসার খোঁজে বিরহের রং তুলিতে আঁকা অন্ধকারের গভীরে, এর নামই হয়ত ডুবতে ডুবতে বেঁচে ফেরা।…