-
আজো তোমার কথাই ভাবি
আজো তোমার কথাই ভাবি রকিবুল হাসান কেউ কি শুনবে আমার মনের কথা ?না, কেউ তো নেই !তাইতো আজ উত্তাল মনে ভীত সংকোচ ক্ষণেগোধুলির শেষ লগনে বসে আছিসাউদিয়া ছাত্রাবাসের ব্যালকুনিতে। পাশেই টবে ফুলহীন সদ্য বেড়ে ওঠা গাছ গুলোহালকা বাতাসে দোলা দিচ্ছে আপন আমদের।মাথার উপর টিপটিপ করে জ্বলছে লাল নীল বাতিআর ধীরে ধীরে সন্ধ্যা নেমে দুঃখের রাজ্য আঁধার করেনির্ঘুম রাত হচ্ছে আমার সাথীআর আমি, তোমার কথাই ভাবি। আমি আজ বড্ডো বেখেয়ালি !জানালার গ্রিলে মাথা রেখে আকাশের দিকে চাইতেইচোখে পড়ল একাকি একটা তারাদূর দিগন্তে সে একলা একাই জ্বলছেহয়তো সে ও আমার মতই একলা একা চলছে। ব্যালকুনির রেলিং ধরে দাঁড়িয়ে সেদিনের কথাই ভাবছি…