-
অশ্রুতে ভিজিয়ে রেখো
অশ্রুতে ভিজিয়ে রেখো ফজলুল হক ভাঙনের মাঝেও যে জীবনের মানে খোঁজে অহর্নিশ তাকে আগুনে পোড়ার ভয় দেখিয়ে লাভ নেই কোনো। সেতো ক্লান্তিহীন জ্বলে, মাঝেমধ্যে জমানো কষ্টের এলোমেলো পাথর উৎক্ষেপণ অথবা গলিত লাভার আদলে নিরব অশ্রুপাত; এ সব তো অহরহ ঘটছে, কেউ তো লিখে রাখে না তার বেহিসেবী হিসেব। নিশিদিন জ্বলতে জ্বলতে একদিন হঠাৎ অনাড়ম্বর থেমে যায় আর্তনাদ , স্তিমিত হয়ে আসে অস্তগামী জীবন-সূর্যের লেলিহান শিখা চারিদিকে পড়ে থাকে জমাটবাঁধা ব্যথার স্তুপ। অস্তগামী সূর্যের অন্তীম নিঃশ্বাসের মতো একদিন আমিও কারো অলক্ষে শিতল ঘুমে লুটিয়ে পড়বো হারিয়ে যাবো ঘন অন্ধকারে, অবশেষে নিবর্তন হবে যন্ত্রণার প্রান্তিক ধাপ। অতঃপর কিছুদিন গেলে স্মৃতিরা সবুজ…