• অর্থবহর-অধর
    কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

    অর্থবহ অধর

    অর্থবহ অধর জাহাঙ্গীর পানু   এইতো সেদিনের কথা এখনও কোন খেয়ালে মনে পড়ে ঢের কর্দমাক্ত পিচ্ছিল পথে বাহু ধরে হাটাহাটি পাশাপাশি বসেছিলাম বটবৃক্ষের তলে হঠাৎ নিতম্বে ছুয়েছিল আমার হাতখানি ঝিরিঝিরি মৃদু হাওয়ায় দুলছিল এলোমেলো চুল পরস্পর ছিলাম আমরা খুবই কাছাকাছি উষ্ণ হয়েছিল দুজনের নিঃশ্বাস ঘনকালো চুলের গোছা সরিয়ে মুখখানি চোখের ভাষায় দেখেছিলাম ভালোবাসার ছবি। আজও মনে পড়ে তোমাকে অলস বিকেলে পাখির কলকাকলীতে চারপাশে নিঃস্তব্ধতা ভাঙে কিন্তু আমার হৃদয়ের অবসন্নতা হয় না দূর। গভীর নিশিতে ঘুম ভেঙ্গে অনুভব করি হৃদয়ের গহীনে লুক্কায়িত ক্ষতচিহ্ন। শুকনো ঝরা পাতার মর্মর শব্দে এখনো শুনি সেই মায়াভরা হারানো কণ্ঠের করুণ সূর চোখের জলে ভেসে ওঠে তোমার…

error: Content is protected !!