-
অবহেলার বৃত্তে, শুভঙ্করের ফাঁকি, অলিখিত কবিতা
অবহেলার বৃত্তে জিন্নাত আরা রোজী স্মৃতি বিজড়িত আঙিনায়, মানুষ কেন দুঃখ নিয়ে বাঁচে? কেন বিরহের গান গায়? কেন নতুন নতুন স্বপ্ন দেখে নিজের অজান্তে? শূন্যতা বড্ড ছোঁয়াছে একলা ঘরে অজস্র বিরহেও হাসে; মুঠো ভরে উড়িয়ে দিলেও চৌকাঠ ছুঁয়ে আবার ফিরে আসে। নিদারুণ শোকে হৃদয়ে ধুতরা ফুল ফোটে ফুরিয়ে যাওয়া সময় গুলো অকাতরে হাসে। জীবনের শুরু থেকেই, অবহেলার বৃত্তে শ্লথ পায়ে হাঁটছি, পরিত্রাণের স্বপ্ন দেখতে দেখতে একদিন দুম করে পৃথিবীর দেয়ালে ছবি হবো। এখানে শুধুই শুভঙ্করের ফাঁকি। আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা- মেয়ের তকমা কবে আমার হবি দ্বিধা-দ্বন্দ ভুলে শুভঙ্করের ফাঁকি মনকে বলি, ‘তুই কেন এত অভিমানী?’ সহজে…