-
হৃদয় ভেঙে যায়, অপেক্ষা, স্বপ্ন সরসা, অপেক্ষায়
হৃদয় ভেঙে যায় খোন্দকার আমিনুজ্জামান করোনা সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধ-বৃদ্ধার জন্য হৃদয় ভেঙে যায় ভেঙে যাওয়া হৃদয়ের কান্নার স্রোত আমি রুধিবো কেমনে হায়। এই আচরণ কেমনে সহিলে ধরণী ফাটলো হয়ে কেন পাষণ্ড মারোনি তুমি না মারলেও ওরা কি বেঁচে যাবে মনে হয়? লাখো শহিদের রক্তে গড়া আমার সোনার বাংলাদেশ এই পবিত্র আঙিনায় এমন অমানুষেরা হয়ে যাক শেষ। এই কাজ করিলো যারা ওরা পাষণ্ড ওরা ভণ্ড ইহকাল পরকাল সব কালেই ওরা পাবে দণ্ড ওদের অন্তরাত্মা ঐ দেখো দেখো এখনই জ্বলছে হায়। আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা- জ্যোৎস্না দিন চলে যায় হয়ে গেল ভালোবাসার পর্ব অপেক্ষা কথা ছিলো, সে…