• পড়াশোনা,  ফিচার,  বোনকোলা,  মানিকহাট,  শিক্ষা প্রতিষ্ঠান,  সংগঠন,  সামাজিক সংগঠন,  সাহিত্য,  সুজানগর উপজেলা

    ‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’ উদ্‌বোধন

    ‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’ উদ্‌বোধন ১৯ জুন ২০২৪, বুধবার, সকাল ১১টায় বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে একদিনব্যাপী ‘আমাদের সুজানগর বইমেলা ২০২৪’-এর উদ্‌বোধন করা হয়। উক্ত বইমেলার উদ্‌বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান; বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এ এস এম আমিনুল ইসলাম এবং উক্ত কলেজের অধ্যক্ষ মো. নুরুল হুদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমাদের সুজানগর’ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আলতাব হোসেন; অনুষ্ঠান উদ্‌যাপন উপকমিটির সদস্যবৃন্দ, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকগণ। মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, “এ ধরনের বইমেলা নতুন প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।…

  • আমাদের-সুজানগর
    পত্র-পত্রিকা,  সংগঠন,  সামাজিক সংগঠন,  সুজানগর উপজেলা

    আমাদের সুজানগর

    আমাদের সুজানগর   পাবনা জেলার সুজানগর উপজেলার সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের লক্ষ্যে ২০২১ সালে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন “আমাদের সুজানগর” প্রতিষ্ঠিত হয়।   এক নজরে আমাদের সুজানগর: প্রতিষ্ঠাকাল: ৪ জুন, ২০২১ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা: ইঞ্জিনিয়ার মো. আলতাব হোসেন ওয়েবসাইট: www.amadersujanagar.com ফেসবুক আইডি: www.facebook.com/amadersujanagar2021 ফেসবুক গ্রুপ: www.facebook.com/group/amadersujanagar ফেসবুক পেইজ: www.facebook.com/info.sujanagar ইউটিউব চ্যানেল: www.youtube.com/@amadersujanagar ইনস্ট্রাগ্রাম: www.instagram.com/amadersujanagar টুইটার: www.twitter.com/AmaderSujanagar ই-মেইল: editor.amadersujanagar@gmail.com    লক্ষ্য ও উদ্দেশ্য: মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আদর্শিক ঐশ্বর্যে বিকশিত করা; সুস্থির সমাজ বিনির্মাণে সার্বিক সহযোগিতা প্রদান করা। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও শিক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ, প্রচার ও সংরক্ষণ করা; গুণিজনের জীবনী সংগ্রহ, সম্প্রচার…

error: Content is protected !!