• শরৎ
    কবিতা,  রাতুল হাসান জয়,  সাহিত্য

    শরৎ

    শরৎ রাতুল হাসান জয়   ঋতুচক্রে পা মিলিয়েই শরৎ এসেছে ফিরে। শুভ্র মেঘের জালে আকাশ রেখেছে ঘিরে। মৃত্তিকায় নতুন ভ্রূণের ঘ্রাণে পদ্ম ফোটে কৃষাণির প্রাণে নতুন নতুন স্বপ্ন সাজে ছাউনি ভাঙ্গা নীড়ে। মিষ্টি মেয়ে শরৎ রানী, মিষ্টি যে তার মন। মিষ্টি সাজে রাঙে সে, তার সৌন্দর্য ভীষণ। শিউলি ফুলে কাব্য সাজে শেফালিতে শরৎ নাচে। মন ছুঁয়ে যায় প্রজাপতির দুষ্ট মিষ্টি নাচন। নীল এর বুকে মেঘ-বালিকার শান্ত ভেসে চলা কাশবনেতে সাদা শাড়ী, শিউলি ভরা ডালা। রাত্রি বেলা বকুল সুবাস শরতের প্রণয় আভাস। কাশবনেতে মন ডুবিয়ে কাব্যিক কথা বলা। শীতল হাওয়ায় বৃষ্টি হঠাৎ লাগে যে মধুর ভোরের শিশিরে মুক্ত ছড়ায় প্রথম রোদ্দুর।…

error: Content is protected !!