• ফকির-শরিফুল-হক
    লেখক পরিচিতি,  সাহিত্য,  হাকিমপুর,  হাটখালি

    ফকির শরিফুল হক

    ফকির শরীফুল হক ১৯৮২ খ্রিষ্টাব্দের ১৬ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর গ্রাম তাঁর পৈতৃক নিবাস। পারিবারিক জীবন: ফকির শরীফুল হক হাকিমপুর ফকির বাড়ির সন্তান। পিতা মো. হবিবুর রহমান ফকির এবং মাতা সালেহা বেগম। বাবা কৃষক আর মা গৃহিণী। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি একই উপজেলার চরদুলাই গ্রামের রিক্তা পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাহরিয়ার হক রিদান নামে এক ছেলে সন্তান রয়েছে তাঁদের। শিক্ষাজীবন: ফকির শরীফুল হকের পড়াশোনার হাতেখড়ি হয় হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৯৯৮ খ্রিষ্টাব্দে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ…

error: Content is protected !!