• ইমরুল-কায়েস
    তাঁতিবন্ধ,  পারঘোড়াদাহ,  লেখক পরিচিতি,  সাহিত্য

    ইমরুল কায়েস

    সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের পুরো নাম আবু হেনা ইমরুল কায়েস। মিডিয়া ও লেখালেখিতে ইমরুল কায়েস নামেই পরিচিত।  জন্ম: ইমরুল কায়েস ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত তাঁতীবন্দ ইউনিয়নের পারঘোড়াদহ গ্রামে জন্মগ্রহণ করেন।  পারিবারিক জীবন: পিতা সুজানগরের বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক মো: আব্দুর রাজ্জাক মোল্লা এবং মাতা মিসেস হাসিনা বেগম একজন গৃহিণী। এক বোন ও তিন ভাইয়ের মধ্যে লেখকের অবস্থান তৃতীয়। স্ত্রী মৌসুমী আক্তার স্বপ্না এবং দুই ছেলে ইমরুল জিসান সাদ ও আয়মান ইমরুল সাদিক। শিক্ষা জীবন: গ্রামের পাঠশালাতেই প্রাথমিক শিক্ষায় হাতেখড়ি। ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির পরীক্ষায় বৃত্তি পেয়েছেন। এরপর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন চিনাখড়া…

error: Content is protected !!