অধ্যাপক-ডা.-রুহুল-আবিদ-এর-সা
আজকাল,  সুজানগর উপজেলা

অধ্যাপক ডা. রুহুল আবিদ এর সাথে সাক্ষাৎ

অধ্যাপক ডা. রুহুল আবিদ এর সাথে সাক্ষাৎ

 

সুজানগর উপজেলা তথা পাবনার কৃতি সন্তান অধ্যাপক ডা. রুহুল আবিদ এর সাথে সাহিত্য সংস্কৃতি এবং সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক সংগঠন ‘আমাদের সুজানগর’ এর প্রতিষ্ঠাতা ও ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক  প্রকৌশলী মো. আলতাব হোসেন এর বিশেষ সাক্ষাৎ হয়েছে।

আজ (২৪ জুন, ২০২২) ঢাকার গুলশানে পাবনার সুজানগর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে এক দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। “আমাদের সুজানগর” ওয়েব ম্যাগাজিনের সম্মানিত উপদেষ্টা পর্ষদকে সাথে নিয়ে সুজানগর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডা.আবিদ।

ডা. রুহুল আবিদ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এলপার্ট মেডিকেল স্কুলের একজন অধ্যাপক। তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভস এর কার্যকরী সদস্য। এছাড়া তিনি হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল-HAEFA এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার সুজানগর পৌরসভায়।

উল্লেখ্য, অধ্যাপক ড. রুহুল আবিদ ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ ব্যক্তিবর্গের মধ্যে একজন। একই সঙ্গে তাঁর অলাভজনক সংস্থা HAEFA (হাইফা) তাঁর সঙ্গে শান্তি পুরস্কারে মনোনীত হয়।
[the_ad id="9758"]
হাইফা বাংলাদেশে এখন পর্যন্ত  যে সব সেবা দিয়েছে তার একটা  সংক্ষিপ্ত তালিকা:

১। কুড়িগ্রাম জেলায় ৪৭ হাজার ৬৪৭ জন (নভেম্বর, ২০১৯ থেকে ১৬ এপ্রিল, ২০২২ সাল পর্যন্ত) এবং কক্সবাজার জেলায় ২১ হাজার ২৫৬ জন (জুলাই, ২০২১ থেকে ১৭ এপ্রিল, ২০২২ সাল পর্যন্ত) মহিলার জরায়ু ক্যান্সার স্ক্রিনিং।

২। কক্সবাজার জেলায় ২ লক্ষ ১০ হাজার ২১১ জন (আগস্ট, ২০১৭ থেকে  ১৮ এপ্রিল, ২০২২ সাল পর্যন্ত) এবং নোয়াখালীর ভাসান চরে ২৪ হাজার ৮২৩ জন (ডিসেম্বর, ২০২০ সাল থেকে) রোহিঙ্গা  শরণার্থীকে ফ্রি চিকিৎসা সেবা ।

আরও পড়ুন হাইফা এর উদ্যোগে সুজানগর উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ

৩। ৬ হাজার স্বাস্থ্যসেবা কর্মীদের মেন্টাল হেলথ সাপোর্ট এণ্ড রেজিলিয়েন্স ট্রেইনিং (নভেম্বর, ২০২১ সাল থেকে)।

৪। ৩ হাজার চিকিৎসককে এডভান্স কোভিড-১৯ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্স

৫। ৪০ হাজার গার্মেন্টস শ্রমিককে হেলথ স্ক্রিনিং এবং চিকিৎসা (২০১৩ সাল থেকে)

৬। নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের  শিক্ষাবৃত্তি

৭। সুবিধাবঞ্চিত ১০০০ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

অধ্যাপক ডা. রুহুল আবিদ এর সাথে সাক্ষাৎ

Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!