-
শফিক নহোরের ‘কসুর’ গল্পগ্রন্থের রিভিউ
শফিক নহোরের ‘কসুর’ গল্পগ্রন্থের রিভিউ আলতাব হোসেন শফিক নহোরের ‘কসুর’ গল্পগ্রন্থে বর্তমান সমাজের নৈতিকতা, সম্পর্কের দ্বন্দ্ব ও মানুষের অন্তর্দ্বন্দ্বকে সুনিপণভাবে তুলে ধরা হয়েছে। এই গ্রন্থটি মোট ১৭টি গল্পের সমাহার, যার প্রতিটি গল্পই আলাদা রকমের চিন্তা ও অনুভূতির প্রতিফলন ঘটায়। লেখক নিখুঁতভাবে প্রতিটি চরিত্রের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক জটিলতা রয়েছে, তা তুলে ধরেছেন। গল্পগুলোতে মূলত মানুষের ভুল ও অপরাধের বিশ্লেষণ করা হয়েছে, যা আমাদের দৈনন্দিন জীবনে নানান রূপে প্রতিফলিত হয়। এই গ্রন্থের গল্পগুলো সাধারণ মানুষের জীবন থেকে নেওয়া, যেখানে সামাজিক নৈতিকতা এবং ব্যক্তিগত দ্বিধা-বোধের মুখোমুখি হতে হয় প্রতিটি চরিত্রকে। প্রত্যেক গল্পে কিছু সাধারণ মানুষকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে,…