শিকড়ের আঘাত
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

শিকড়ের আঘাত

শিকড়ের আঘাত

জাহাঙ্গীর পানু

 

জীবনের বন্ধুর পথে নিরন্তর হেটে চলা
মসৃণ কুসুমাস্তীর্ণ পথ খুঁজে পাইনি কখনো,
জীবন চলার প্রতিটি বাঁকে প্রতিবন্ধকতা ঠেলে ;
দ্বিধাহীন চিত্তে সম্মুখ পানে ছুটে চলার আপ্রাণ চেষ্টা।

ক্ষুরধার পরিবার, সমাজের তীর্যক বাণী আর
সহযোগিতার উদার হস্তের বৈপরীত্যে
পশ্চাতে টেনে ধরার অসহিষ্ণু সমাজের
সহজাত প্রবৃত্তিকে দু’পায়ে মাড়িয়ে
সম্মুখপ্রকোষ্ঠে এগিয়ে চলা।

এ যেন শিকারীর তীরের আঘাতে, আহত পাখির
বেঁচে থাকার অভিপ্রায়ে ডানা ঝাঁপটিয়ে
উড়ে যাওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা।
মম গহীন হৃদয়ের আপ্লূত কান্নার নিঃশব্দের
প্রতিটি অনুভূতিকে করেছি জীবন পরিক্রমার
এক একটি উপদেশময় স্তবক।

আপন শিকড়ের আঘাতে জর্জরিত ব্যথিত অন্তরের
বেদনা ক্লিষ্ট কষ্টকে বানিয়েছি রত্ন শোভিত তরণী ;
যেথায় আরোহী হয়ে ডিঙিয়ে চলেছি
অসীম সমুদ্রের পাহাড়সম ঢেউ।
হৃদয়ে বারংবার রক্তক্ষরণ, অনাদিকালের
নিষ্ঠুর নিয়মের যাঁতাকলে পিষ্ট আমি,
ধৈর্যের বিমূর্ত আত্মাকে সঙ্গী করে ছুটে চলেছি
লক্ষ্যহীন জীবনের অভীষ্ট লক্ষ্যের পানে।

আরও পড়ুন অন্যান্য কবির কবিতা-
অগ্নিশ্বর
প্রশ্ন তোমাকে
প্রেমের পদ্য
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

 

Facebook Comments Box

আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!