ভায়না-ইউনিয়ন
ইউনিয়নসমূহ,  গোপালপুর (ভায়না),  চর মানিকদিr (ভায়না),  চরচলনা,  চরপাড়া,  চরবিশ্বনাথপুর,  চলনা,  দূর্গাপুর (ভায়না),  নারায়ণপুর (ভায়না),  ভায়না,  ভায়না (গ্রাম),  ভায়না ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য,  মঠপাড়া,  মথুরাপুর (ভায়না),  মানিকদির (ভায়না),  লক্ষ্মীপুর,  সাহাপুর,  হেমরাজপুর

ভায়না ইউনিয়ন

ভায়না ইউনিয়ন

 

১। ইউনিয়ন পরিচিতি

এক নজরে: ভায়না, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ভায়না ইউনিয়ন পরিষদ ইতিপূর্বে সুজানগর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল। সুজানগর পৌরসভার কার্যক্রম ২০০৩ সালে শুরু হওয়ায় সুজানগর ইউনিয়নের বাকি অংশ নিয়ে ভায়না ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। ভায়না গ্রামের নাম অনুসারে ভায়না ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে।

  • আয়তন : ১৯.৭৬৪ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যা : মোট ২৫,৪০১ জন (পুরুষ-১৩,৪৭৮ জন এবং মহিলা-১১,৯২৩ জন)
  • ঘনত্ব : ৭৫৭ জন (প্রতি বর্গ কি.মি.)
  • ভোটার সংখ্যা : মোট ১১,৭৯৪ জন (পুরুষ ৬,০৯০ জন, মহিলা ৫,৭০৪ জন)
  • গ্রাম : ১৯টি
  • মৌজা : ১১টি
  • কমিউনিটি ক্লিনিক : ৩টি
  • আবাদী জমি : ১৫৬১ হেক্টর
  • দর্শনীয় স্থান : মুজিব বাঁধ
  • আদিবাসী : ৩৫ টি পরিবার বসবাস করে
  • শিক্ষার হার : ৯০%
  • হাট-বাজার : ১টি সরকারি হাট এবং ৪টি বেসরকারি বাজার আছে
  • রাস্তা-ঘাট : পাকা রাস্তা ১২টি, কাঁচা রাস্তা ২৭টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১২টি
  • উচ্চ বিদ্যালয় : ২টি
আরও পড়ুন সুজানগরের নামকরণের ইতিহাস

 

ওয়ার্ড ভিত্তিক লোক সংখ্যা:

ওয়ার্ড পুরুষ নারী মোট
০১ ১৭০০ ১৪৭৯ ৩১৭৯
০২ ১১১৩ ১০০৮ ২১২১
০৩ ১৬৯৬ ১৫৫৮ ৩২৫৪
০৪ ১৩৮৬ ১২৬২ ২৬৪৮
০৫ ২০৫১ ১৬৯২ ৩৭৪৩
০৬ ১৩৩৭ ১১৪৯ ২৪৮৬
০৭ ১৪৮৯ ১৩২১ ২৮১০
০৮ ১০৮৫ ৯৮৫ ২০৭০
০৯ ১৬২১ ১৪৬৯ ৩০৯০
 মোট ১৩৪৭৮ ১১৯২৩ ২৫৪০১

 

গ্রামসমূহের তালিকা: ভায়না ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক গ্রামসমূহের নামের তালিকা-

ক্রমিক নং    ওয়ার্ড নম্বর         গ্রামের নাম
       ০১  ০১ নম্বর ওয়ার্ড  ১. চরপাড়া

২. চরমানিকদীর দিয়ারা

৩. চর চলনা

৪. চরবিশ্বনাথপুর

     ০২  ০২ নম্বর ওয়ার্ড  ৫. চলনা

৬. লক্ষীপুর

      ০৩  ০৩ নম্বর ওয়ার্ড  ৭. গোপালপুর

৮. হেমরাজপুর দক্ষিণ অংশ

      ০৪  ০৪ নম্বর ওয়ার্ড  ৯. হেমরাজপুর
      ০৫  ০৫ নম্বর ওয়ার্ড  ১০. ভায়না

১১. মানিকদীর ২ ন. সীট

      ০৬  ০৬ নম্বর ওয়ার্ড  ১২. সাহাপুর

১৩. কাঁঠালবাড়িয়া

       ০৭  ০৭ নম্বর ওয়ার্ড  ১৪. দূর্গাপুর

১৫. মঠপাড়া

      ০৮  ০৮ নম্বর ওয়ার্ড  ১৬. কৃষ্ণপুর

১৭. নারায়নপুর

১৮. মথুরাপুর অংশ

      ০৯  ০৯ নম্বর ওয়ার্ড  ১৯. মথুরাপুর
আরও পড়ুন বিল গাজনার ইতিহাস

 

যোগাযোগ ব্যবস্থা: ভায়না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ২০১৪ সালে নির্মাণ কাজ শেষ হয়েছে। সুজানগর উপজেলা পরিষদ হতে ৩ কিলোমিটার পূর্ব দিকে আশ্রয়ন প্রকল্প না পেতেই মুজিব বাঁধের উত্তর দিকে ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত। ইউনিয়ন কমপ্লেক্স ভবনে অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

২। ভৌগলিক ও অর্থনৈতিক

মানচিত্রে ইউনিয়ন: ভায়না ইউনিয়ন পরিষদের আয়তন ১৯.৭৬৪ বর্গ কি.মি., জনসংখ্যা সর্বমোট= ২৩,৯১৮ জন (অনলাইনে ডাটা এন্ট্রি অনুযায়ী), ঘনত্ব ৭৫৭ জন প্রতি বর্গ কি.মি, ১৯ টি গ্রাম ও ১১ টি মৌজা নিয়ে এই গ্রামের জনগণের বসবাস যাদের প্রধান পেশা কৃষি। এই ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমে পদ্মা নদী রয়েছে।

ভৌগলিক অবস্থান: উত্তরে তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদ ও মতিয়ার বিল, পশ্চিমে সুজানগর পৌরসভা, দক্ষিণে পদ্মা নদীর চর, উত্তরে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও মানিকহাট ইউনিয়ন পরিষদ।

খাল ও নদী:
খাল: ভায়না ইউনিয়নে কোন উল্লেখ্যযোগ্য খাল নাই। তবে মজিব বাধের বড় পিট আছে । সেখানে মৎস্য চাষ করা হয়।
নদী: ভায়না ইউনিয়নে পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মা নদী ভায়না ইউনিয়নের পদ্মার চরের পাশ দিয়ে বয়ে গেছে। পদ্মার একটি শাখা নদী ভায়না ইউনিয়নের মধ্যে প্রবাহিত হয়েছে।

হাট-বাজার তালিকা:

  • হেমরাজপুর হাট
  • চলনা বাজার
  • ভায়না কালিবাড়ী বাজার
  • ভায়না আমিন বাজার
  • দূর্গাপুর বাজার
আরও পড়ুন বোয়ালিয়া গ্রাম পরিচিতি

 

৩। কবি, লেখক ও বিজ্ঞানী (জীবনী পড়তে নামের উপর ক্লিক করুন):

প্রখ্যাত ব্যক্তিত্ব: ডা. আবু ওবায়দা এর উদ্যেগে গোপালপুর নূর স্কুল ও নূর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে গরীব ও এতিম ছেলে-মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁর প্রদেয় অর্থে অনেক ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে। প্রতিমাসে তাঁর প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা সহ এতিম ছাত্র-ছাত্রীর পিছনে আনুমানিক ২,৭৫,০০০/= ব্যয় করে থাকেন। তিনি একজন সাদা মনের মানুষ।

 

৪। শিক্ষ প্রতিষ্ঠান

ভায়না ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা:

উচ্চ বিদ্যালয়:

  • গোপালপুর আজগার আলী উচ্চ বিদ্যালয়
  • মথুরাপুর উচ্চ বিদ্যালয় (স্থাপিত: ১৯৯৬ খি.)

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:

  • গোপালপুর নিম্ন মাধ্যমিক নূর স্কুল

প্রাথমিক বিদ্যালয়:

  • ৪৩ ন. মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯০৩ খ্রি.)
  • ৪৪ ন. ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৪০ খ্রি.)
  • ৪২ ন. চর বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৪০ খ্রি.)
  • ৬২ ন. দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৪২ খ্রি.)
  • ২ন. হেমরাজপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৭২ খ্রি.)
  • ২৭ ন. চলনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৭২ খ্রি.)
  • ৭০ ন. সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৭২ খ্রি.)
  • ৮৪ ন. চলনা চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৭২ খ্রি.)
  • ১৮ ন. কৃষ্ণপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত: ১৯৮০ খ্রি.)২
  • মথুরাপুর শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
আরো পড়ুন চরদুলাই গ্রাম পরিচিতি

 

৫। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তালিকা

মুক্তিযোদ্ধাদের নামের তালিকা:

গেজেট নং বিশেষ গেজেট মুক্তিবার্তা নং      পদবী নাম       পিতার নাম গ্রাম
১৭৩৯  ০৩১১০৬০০২৯  মোঃ জনাব আলী  মৃত পচাই প্রাং  হেমরাজপুর
১৭৩৮  ০৩১১০৬০০৩০  মোঃ তাইজ উদ্দিন সরদার  মৃত পলান সরদার  গোপালপুর
১৭৩৬  ০৩১১০৬০০৩১  মোঃ বন্দে আলী  মোঃ আঃ গণি প্রাং  গোপালপুর
১৭৩৫ ০৩১১০৬০০৩২  মোঃ আঃ আজিজ  মৃত আসাদ আলী  সেখ  গোপালপুর
০৩১১০৬০০৩৩  মোঃ ছাকেন  প্রাং  মৃত আছির উদ্দিন প্রাং  হেমরাজপুর
১৭৩৭ ০৩১১০৬০০৩৫  মোঃ আঃ বারী  মৃত ইনছান উদ্দিন প্রাং  গোপালপুর
০৩১১০৬০১৬৭  মোঃ আজিজুর রহমান  মৃত ফেলু প্রাং  চর চলনা
০৩১১০৬০১৯০  মোঃ হাবিবুর রহমান  মজিবর রহমান প্রামানিক  কৃঞ্চপুর
০৩১১০৬০২৮০  মোঃ গোলাম মোস্তফা  মোঃ আয়েন উদ্দিন সেখ  মথুরাপুর
০৩১১০৬০২৮২  মোঃ সাজেদুর রহমান  মোঃ আয়েন উদ্দিন সেখ  মথুরাপুর
০৩১১০৬০২৮৭  সন্তোষ কুমার ঘোষ  মৃত নন্দলাল ঘোষ  হেমরাজপুর
১৭৪২ ০৩১১০৬০২৮৮  মোঃ ফজলুর রহমান  মফিজ উদ্দিন প্রাং  চলনা
০৩১১০৬০২৮৯  মোঃ আব্দুল কাদের সেখ  মৃত ছকির উদ্দিন সেখ  গোপালপুর
৩৪  আনসার  মোঃ আজিজুল হক  মরহুম রউশন আলী মিয়া  মথুরাপুর

মৃত ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা:

গেজেট নং বিশেষ গেজেট মুক্তিবার্তা নং পদবী নাম পিতার নাম গ্রাম
০৩১১০৬০০৩৪  মৃত দানেজ উদ্দিন  মোঃ  জয়েন উদ্দিন  হেমরাজপুর
৩৩ বিডিআরএল এসি  শহীদ এম নওজেস আলী  জসিম উদ্দিন প্রামানিক  গোপালপুর
আরও পড়ুন ইতিহাস ঐতিহ্য দ্বারিয়াপুর

 

৬। ইউনিয়ন পরিষদ

বর্তমান ইউনিয়ন পরিষদ:

ক্রমিক নং নাম          পদবী
০১  মো: আমিন উদ্দীন  চেয়ারম্যান
০২  মোছা: অলিজা খাতুন  সদস্য (সংরক্ষিত)
০৩  মোছা: ছালমা আক্তার  সদস্য (সংরক্ষিত)
০৪  মোছা: প্রীতি চৌধুরী  সদস্য (সংরক্ষিত)
০৫  মো: মেহেদী হাসান রফিক  সদস্য
০৬  মো: আনোয়ার হোসেন  সদস্য
০৭  মো: ওমর আলি  সদস্য
০৮  মো: ইমরুল কায়েস  সদস্য
০৯  মো: শুকুর মন্ডল  সদস্য
১০  মো: আবুল খযের  সদস্য
১১  মো: আলম মন্ডল  সদস্য
১২  মো: সিদ্দিকুর রহমান  সদস্য
১৩  মো: কোমর উদ্দিন  সদস্য

 

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ:

ক্রমিক নং              নাম                     পদবী         কার্যকাল (খ্রিস্টাব্দ)
০১ মোঃ আঃ আজিজ প্রশাসক   ২৯/০২/২০০৪ হতে  ১৪/০৮/২০০৫
০২ মোঃ আব্দুল ওহাব চেয়ারম্যান   ১৪/০৮/২০০৫ হতে  ০৪/০৮/২০১১
০৩ মোঃ আব্দুল ওহাব চেয়ারম্যান ০৪/০৮/২০১১ হতে  ০৭/০৮/২০১৬
০৪ মো: সিদ্দিকুর রহমান প্যানেল চেয়ারম্যান ০৭/০৮/২০১৬ হতে ০৭-০৮-২০১৬
০৫ মো: আমিন উদ্দীন চেয়ারম্যান ০৭/০৮/২০১৬ হতে চলমান
আরো পড়ুন বোনকোলা গ্রাম পরিচিতি

 

৭। দর্শনীয় স্থান:

হাতিয়ার-বিল
                                                

মুজিব-বাঁধ

গোপালপুর-পদ্মা-নদীর-চর
                                      

৮। প্রবাসী

প্রবাসীদের তালিকা: ভায়না ইউনিয়নে ২২৬ জন লোক বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে।

  ক্রমিক নং          গ্রামের নাম গ্রাম ভিত্তিক সংখ্যা
০১  চরমানিকদীর দিয়ারা  ৫ জন
০২  চরবিশ্বনাথপুর  ৭ জন
০৩  চর চলনা  ৩ জন
০৪  চরপাড়া  ৪১ জন
০৫  চলনা  ১০ জন
০৬  লক্ষীপুর  ৫ জন
০৭  গোপালপুর  ১০ জন
০৮  হেমরাজপুর  ২০ জন
০৯  ভায়না  ২২ জন
১০  মানিকদীর ২ নং সীট  ৭ জন
১১  কাঠালবাড়িয়া  ১২ জন
১২  সাহাপুর  ৯ জন
১৩  মঠপাড়া  ৭ জন
১৪  দূর্গাপুর  ২৮ জন
১৫  কৃষ্ণপুর  ১৩ জন
১৬  নারায়নপুর  ১২ জন
১৭  মথুরাপুর  ১৫ জন
               সর্বমোট  ২২৬ জন

 

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, উইকিপিড়িয়া, আমাদের সুজানগর ওয়েব ম্যাগাজিন।

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ভায়না ইউনিয়ন

Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!