হৃদয় ভেঙে যায়, অপেক্ষা, স্বপ্ন সরসা, অপেক্ষায়
হৃদয় ভেঙে যায়
করোনা সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধ-বৃদ্ধার জন্য হৃদয় ভেঙে যায়
ভেঙে যাওয়া হৃদয়ের কান্নার স্রোত আমি রুধিব কেমনে হায়।
এই আচরণ কেমনে সহিলে ধরণী
ফাটল হয়ে কেন পাষণ্ড মারোনি
তুমি না মারলেও ওরা কি বেঁচে যাবে মনে হয়?
লাখো শহিদের রক্তে গড়া আমার সোনার বাংলাদেশ
এই পবিত্র আঙিনায় এমন অমানুষেরা হয়ে যাক শেষ।
এই কাজ করিল যারা ওরা পাষণ্ড ওরা ভণ্ড
ইহকাল পরকাল সব কালেই ওরা পাবে দণ্ড ওদের অন্তরাত্মা
ঐ দেখো দেখো এখনই জ্বলছে হায়।
করোনার মতো মৃত্যুর ভয়েও মানুষ দেখছি মোটেই হেলছে না
অনাচার অবিচার অনাহারের চলছে করুণ মূর্ছনা
এই দুঃখ শক্তির ঐক্য হবে যবে তবে ঘুচবে মূর্ছনা
আমি সেই দিনের অপেক্ষায় রই।
আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
জ্যোৎস্না
দিন চলে যায়
হয়ে গেল
ভালোবাসার পর্ব
অপেক্ষা
কথা ছিল, সে এল না, দেখা হলো না
দিনটা আমার মাটি হলো মধুর হলো না।
দ্রবীভূত মনে চাপ বেড়ে যায়
অবুঝ মন আমার বোঝে না হায়
অপেক্ষার জ্বালা এমন হয় জানাই ছিল না।
না না না ধৈর্যের বাঁধভাঙা যাবে না
না জেনে না বুঝে অভিমানও চলে না।
মন চায় পাখি হতাম উড়াল দিতাম
দেখে আসিতাম দিলের পিয়াস মিটাতাম
এত কষ্ট যাতনা সইতে হতো না।
স্বপ্ন সরসা
যে স্বপ্ন ছড়িয়ে ভরিয়ে দিলে প্রাণ
সে স্বপ্নে মোহিত প্রাণ হবে না ম্লান।
জীবনযাপনে যদি আসে ঝড়
দুজনে দুজনার হব হব না পর
ছন্দে গন্ধে মোরা হব হব আগুয়ান।
সতত সত্য কথা বলব
স্বপ্ন সরসা পথে চলব।
স্বপ্নে ভেসে ভেসে চলে যাব মেঘের ধারে
আবার হেঁটে হেঁটে কখনও-বা নদীর পাড়ে
মাঠের ধারে কান পেতে শুনব রাখালের গান।
অপেক্ষায়
আমার বাংলা মায়ের সোনার মাটির মতো খাঁটি হতে ভাই পারলাম কই
রোজ রোজ নব নব বিবাদ-বিদ্বেষ, হিংসা বৈষম্য চাষে মোরা রত রই ।
মাটি যেখানে উদার চিত্তে ফুল-ফল-ফসলে ভরিয়ে দেয়
লোভে পড়ে মানুষ সেখানে মানুষের হক কেড়ে নেয়
বলো তো মানুষ সৃষ্টির সেরা মানুষের ইজ্জত রইল কই ।
ঐ আকাশ এই বাতাস ঐ চন্দ্র তারা দিচ্ছে শুধু দিচ্ছেই
বৃক্ষ নদী পশুপাখি সবাই উজাড় করে দিচ্ছে মনের ইচ্ছেই
সেই প্রাণ প্রকৃতির প্রতিও মানুষের কৃতজ্ঞতা কই।
আরও পড়ুন কবিতা-
জগা ও পিসি
কবি ও কবিতা
দাঁড়িয়ে আছি ভুল দরজায়
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
হৃদয় ভেঙে যায়