স্মৃতিছায়া, শূন্যের নিক্তিরা
স্মৃতিছায়া
কবোষ্ণ জলের স্নিগ্ধতা কেটে গেলে
পৃৃথিবীর অন্ধচোখ ঘুমিয়ে পড়ে শীতল ডানায়।
প্রহরে প্রহরে জেগে থাকে শুধু সত্যহীন প্রলাপ।
মানুষের ছায়া নিয়ে একাকী হেঁটে চলে
নিষিদ্ধজলের চোরাবালির সৈকত-
কিম্বা খেলা করে আঁতাতের ঘেরাজাল
প্রতিদিন ভোর ভোর খেলায়।
মেঘেরা উল্লাস করে, ছিঁড়ে পড়ে দূরের আঁধার,
অন্তরের সাক্ষী নিয়ে বাউলা বাতাসেরা
কোনো এক ভোরের সন্ন্যাসে ভেসে ওঠে
কেউটের বিষাক্ত ফণায়।
সে যেন বিকেলের পোড়া রোদে পুষ্পিত তন্দ্রায়
শিল্পের উপমায় মুখের প্রচ্ছদ এঁকে চলে।
সহস্রচন্দ্র শিউরে ওঠে, শতদলপদ্মের কুঁড়ি ছিঁড়ে পড়ে।
ঘুমন্ত বাউলের চোখ কেঁপে ওঠে
রতিহীন সংলাপে আঁধারের ডেরায়।
তবু কেনো ঘেরা টোপে গিলে খায় আঁধারের ঘোর।
সূর্য ডোবার আগে অভিমানী সূর্য কী
ভোরের আকাশ ছুঁয়ে যেতে চায়!
তাই পৃথিবীর স্মৃতিছায়া
বুকের ভেতরে ভেসে ওঠে কালের দর্পনের প্রতিরূপ ছায়ায়।
আমার স্মৃতিছায়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে বাউলের অন্তর-কায়ায়।
আরও পড়ুন আদ্যনাথ ঘোষের কবিতা-
আনন্দের ধারা
আকাশে ডানা মেলে
নৌকোজীবন
শূন্যের নিক্তিরা
কেউ পাশ ফিরে গেয়ে যায় জীবন বোধের গান।
কেউবা বেছে নেয় ইচ্ছার আহ্বান অথবা দীর্ঘ ভ্রমণ,
কিংবা শিওরের কাছে গর্বিনী আবেগী কেউকেটা করাত-জীবন।
আকাশের মেঘমালা দেখে কি আকাশ চোখে জল ফ্যালে!
না কি পৃথিবীর রাতভর উজ্জ্বল কুয়াশারা কুমারীর জল সেঁচে চলে।
কেন যে ভোরের ডানাগুলো অনন্ত স্বচ্ছতা নিয়ে
শৈশবের ঘোলাটে স্বপ্ন দেখে আর তেলরঙে সংসার সাজায়।
অথবা ঘুমঘোরে ঘরের শূন্যতা নিয়ে ভেসে চলে আবেগের ঘোরে।
মানুষের চিরচেনা পথের রেখায় ঘোলাটে স্মৃতিরা
দুপাশ ছাপিয়ে ঝুঁকে পড়ে হেমন্তের প্রান্তরে নিশানাবিহীন।
নিরাশ্রয়ী বোধের আসন মেপে যায় শূন্যের নিক্তিরা নিয়তির
এ্যাণ্টিনাজুড়ে। হাওয়ারা পাখনাছড়ায় জীবন্ত শরীরের রক্তের শ্বাস-প্রশ্বাসে।
আরও পড়ুন কবিতা-
প্রেমের পদ্য
নিরবতার খোলস ভেঙে
প্রকৃতিতে হবো লীন
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে