স্বপ্নহীন
স্বপ্নহীন
ফজলুল হক
নিভে যাওয়ার অভিলাষে
কেনো মিথ্যে প্রদীপ জ্বালো,
সরে আসার ফাঁদ পেতে
কেনোইবা অলীক গল্পের পাণ্ডুলিপি লিখো?
এ কেমন মিছে অভিনয়!
জীবনের ভাষাগুলো পরিষ্কার
দুর্লভ স্মৃতির মতো,
বিষণ্নতায় ছেয়ে গেছে ভালোবাসার অনুরঁজন,
স্বপ্নের রশি টেনে ক্লান্তপ্রায় ফেলে আসা দীঘল সময়।
ঘুমহীন ঘুমচোখ স্বপ্নহীন রাত
স্মৃতির বাসর ভেঙে ডুবে গেলো অভিমানী নীল চাঁদ,
কে কখন শূন্যতায় ডুবে যায়
নেই যেনো কারো তার দায়ভার।
এ আঁধার যদি কেটে যায়
রুপালি আলোর আলিঙ্গনে,
সবুজ ঘাস ভিজবে আবার হেমন্তের শিশিরজলে।
তুমিও তো শিশিরজল
যাকে খুশি ভিজিয়ে দাও রবি’র জেগে ওঠার আগেই
অতঃপর আচানক নিজেকে গুটিয়ে ফেলো শামুকের স্বভাবজাত প্রত্যয়ে।
অলির গুনগুন ধ্বনি মহুয়ার বনে
শুধু নেই কোনো ব্যাকুলতা প্রেমহীন প্রেমে;
নিজেকে বদলাতে ভিন্ন সুরে কেউ গেয়ে যায় জীবনের গান
আমি শিকড়ে ঘ্রাণ খুঁজি।।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে