সুজানগর পৌরসভার ইতিহাস
সুজানগর পৌরসভার ইতিহাস
পাবনা জেলার সুজানগর উপজেলার সুজানগর ইউনিয়নকে ১৯৯৮ সালের ৫ অক্টোবর পৌরসভা ঘোষণা করা হয়। কিন্ত এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ১২ জুন। সুজানগর পৌরসভাটি ২০০৬ সালের ২ জানুয়ারিতে ‘গ’ শ্রেণি হতে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয় এবং ২০১৪ সালের ২৩ জুনে স্থানীয় সরকার বিভাগ উক্ত পৌরসভাকে ‘ক’ শ্রেণি পৌরসভাতে উন্নীত করে।
সুজানগর পৌরসভার আয়তন ১১.০৮ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ডের ১৩ মহল্লাতে মোট জনসংখ্যা ২৭ হাজার ২৪০ জন। প্রতি বর্গ কিলোমিটারে ২২৯৮ লোক বসবাস করে (২০১১ সালের আদমশুমারী রিপোর্ট অনুযায়ী)। পৌরসভায় ২টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৫টি সরকারি ও ৩টি বে-সরকারি মোট ৮টি প্রাথমিক বিদ্যালয়, ৮টি কিন্ডারগার্টেন রয়েছে। ১টি পৌর মার্কেট, ১২টি কবরস্থান, ১টি শশ্মান ঘাট, ঈদগাহ মাঠ ১১টি, মন্দির ৪টি, মসজিদ ২৬টি। সুজানগর পৌরসভাতে নিশি ও বাড়দী আদিবাসীদের বসবাস রয়েছে। এখানে সকল ধর্মের মানুষের নিবিড় সামাজিক সম্প্রীতি রয়েছে। শিক্ষার হার ৬৫%।
আরও পড়ুন সুজানগর উপজেলার ইতিহাস
১। পৌরসভা স্থাপিত: ১৯৯৮ খ্রি.
২। কার্যক্রম শুরু: ১২ জুন ২০০৩ খ্রি.
৩। আয়তন: ১১ বর্গ কিলোমিটার
৪। ওয়ার্ড সংখ্যা: ৯টি
৫। লোক সংখ্যা: পুরুষ ১৪,১১০ জন, মহিলা ১৩,১৩০ জন, মোট ২৭,২৪০ জন
৬। ভোটার সংখ্যা: পুরুষ ৮,০৩৫ জন, মহিলা ৭,৪৮৭ জন, মোট ১৫,৫২২ জন
৭। গ্রাম সংখ্যা: ১৩ টি
৮। মৌজা সংখ্যা: ৯ টি
৯। শিক্ষা প্রতিষ্ঠান:
ক) প্রাথমিক বিদ্যালয়
i) সরকারি: ৫টি
ii) বেসরকারি: ৩টি
খ) কিণ্ডারগার্টেন: ৩টি
গ) মাধ্যমিক বিদ্যালয় : ২টি
ঘ) কলেজ সংখ্যা: ২টি
ঙ) মাদ্রাসা : ৩টি
১০। ধর্মীয় প্রতিষ্ঠান:
ক) মসজিদ সংখ্যা: ২৬ টি
খ) মন্দির: ০৪ টি
গ) ঈদগাহ: ১১ টি
ঘ) গোরস্থান: ১২ টি
ঙ) শ্মশ্বান: ০১ টি
১১। হাট-বাজার সংখ্যা : ১টি
১২। হোল্ডিং সংখ্যা: ৪,৮৭৬ টি
১৩। রাস্তা-ঘাট, সেতু ও কালভার্ট :
ক) মোট পাকা রাস্তা: ৪০ কিলোমিটার
খ) আধা পাকা রাস্তা: ৬.৫০ কিলোমিটার
গ) কাঁচা রাস্তা : ১০.৩০ কিলোমিটার
ঘ) সেতু: ০৫ টি
ঙ) কালভার্ট: ১৯ টি
১৪। ড্রেনেজ ব্যবস্থা: ১৭৭৬ মিটার
১৫। সড়কবাতি সংখ্যা: ২২ টি
আরও পড়ুন সুজানগর উপজেলার ইতিহাস
১৬। এনজিও প্রতিষ্ঠান:
ক) ব্র্যাক
খ) সি,সি,ডি,বি
গ) আশা
ঘ) সমতা
ঙ) অনন্য সমাজ কল্যাণ সংস্থা
চ) প্রতিশ্রুতি
ছ) আসিয়াব
জ) উদ্দীপন
১৭। ব্যাংকের শাখা:
ক) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
খ) সোনালী ব্যাংক
গ) অগ্রণী ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
ঙ) আনসার ভি,ডি,পি উন্নয়ন ব্যাংক
১৮। বীমা প্রতিষ্ঠান:
ক) গণবীমা লাইফ ইন্স্যুরেন্স লি
খ) সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লি.
গ) ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি.
ঘ) পপুলার লাইফ ইন্স্যুরেন্স লি.
ঙ) গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স
১৯। শিক্ষার হার: ৬৫ %।
ওয়ার্ড সমূহ:
ওয়ার্ড নং- ১: মহল্লা: নিয়োগীর বনগ্রাম, খারপাড়া, নন্দনপুর।
ওয়ার্ড নং- ২: মহল্লা: ভবানীপুর পূর্বপাড়া, ছোট বনগ্রাম, রাধানগর আংশিক
ওয়ার্ড নং- ৩ : মহল্লা: ভবানীপুর পশ্চিমপাড়া
ওয়ার্ড নং- ৪ : মহল্লা: চর-ভবানীপুর
ওয়ার্ড নং- ৫ : মহল্লা: চর-সুজানগর
ওয়ার্ড নং-৬: মহল্লা সুজানগর আংশিক, রাধানগর আংশিক
ওয়ার্ড নং-৭: মহল্লা: সুজানগর আংশিক, বলরামপুর, রাধানগর আংশিক, গোকুলপুর আংশিক, মানিকদীর আংশিক
ওয়ার্ড নং-৮: মহল্লা: মানিকদির আংশিক, চর-মানিকদির
ওয়ার্ড নং- ৯: মহল্লা: গোকুলপুর আংশিক, মানিকদির আংশিক
আরও পড়ুন বাংলার সুবাদার শাহ সুজা
সাবেক মেয়র ও কাউন্সিলর:
সাবেক চেয়ারম্যান/মেয়রগণের নাম ও কার্যকাল:
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
সুজানগর পৌরসভার ইতিহাস