সম্পর্ক, আমার জন্য নয়
সম্পর্ক
বাবা বেঁচে থাকতে আমাদের সম্পর্কগুলো ছিল
বৃষ্টিস্নাত পুঁইডাঁটার মতো লকলকে সবুজ প্রাণময়,
বাবা সযত্নে মাচানে ছড়িয়ে দিতেন
সম্পর্কের সবুজ ডালপালাগুলো,
একসময় সেগুলো ছড়াতো বাড়ির উঠোন জুড়ে।
বাবা ছিলেন সফল মায়া চাষি
মাঙ্গলিক আয়োজনে দিনরাত সাজাতেন সম্পর্কের সাতরং,
শেখাতেন ভালোবাসার নিবিড়তায়
মানুষ হয়ে ওঠার স্বাবলম্বীতা।
দুধসাদা পায়রার দল এসে
যখন আমাদের মাচানে পুচ্ছ দুলিয়ে
বাকম বাকম স্বরে ডেকে উঠতো
সম্পর্কের মুখগুলো ভরে যেতো
ভালোবাসার অব্যক্ত জলছাপে;
আলোক জোছনার মতো সবুজ মায়ার ঘরে
নেমে আসতো সাদা সুখের শুভ্রতা
ঠিক বুঝে নিতাম সম্পর্কটা এমনই হয়, হতে হয়।
বাবাহীন সম্পর্কের মাচান জুড়ে আজ
প্রাণহীন পুঁইডাঁটা
উঠোন জুড়ে শুকনো পাতার রিক্ততা
দিকভুলে চলে গেছে শান্তির পায়রা।
আরও পড়ুন কবি পূর্ণিমা হকে কবিতা-
দহন দাবানল
অষ্টাদশী মন
অথচ মানুষ
আমার জন্য নয়
আহা! হেমন্ত
কার্তিকের মাঠভরা ধান
শিশির চোয়ানো সোনালী শিষে
রাঙা মুনিয়ার ঠোঁট ভরা সুখ;
আমার সত্তার ভাঙা আরশিতে
ভেসে ওঠে স্বজনের আবছায়া মুখ।
বুকের জমিনে উর্বর আদর,মমতার টান
লতানো সবুজ সরলতায়
বারবার ফিরে যায় উচাটন মন।
মরা ঘাস বুকে নিয়ে
স্মৃতির পাপিয়া
কার্তিকের জ্যোৎস্নায়
প্রাণ খুঁটে জল চায়।
হিম বাতাসে নীল রঙ প্রজাপতি
ভালবাসার রেণু নিয়ে
জীবনের বাঁক বদলায়।
মন তোলপাড় অমলিন সত্তায়
তুফানের মতো হু হু বয়।
যাপনের কংক্রিট দেয়াল ছাপিয়ে
হাতছানি দিয়ে ডাকে—–
কার্তিকের হলদে মাঠ,সবুজ গ্রাম,সোনালী ধানভরা উঠোন।
ঠিক বুঝে নেব আমিও একদিন
এ শহর আমার জন্য নয়!!
আরও পড়ুন কবিতা-
প্রেমের পদ্য
রোদনের নীল জল
প্রকৃতি আমার ভালোবাসা
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
সম্পর্ক