শ্রাবণ-ধারা
কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

শ্রাবণ ধারা, দিন চলে যায়, অন্য আলো, নেতা

শ্রাবণ ধারা

খোন্দকার আমিনুজ্জামান

 

পর্দা ঠেলে জানালা খুলে দেখি গো
শ্রাবণ ধারা ওরে ওরে ও।

একলা ঘরে ঘুম আসেনারে
বন্ধু আছে দূর-সুদূরে
ঝরো ঝরো বৃষ্টি ধারায় বন্ধুর কথা মনে পড়ে ও।

এমন শ্রাবণ ধারা আগে দেখেও দেখিনি
এমন উন্মনা মন জীবনে আর আসেনি।

মেঘের এমন কান্না দেখে আমার বুক ভাসে
চারিদিকে আঁধার নেমে দিনে রাত আসে
শ্রাবণ ধারায় দূর সীমানায় তারে কাছে দেখি গো।
ও রে ও।

আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
বাদল দিন
অপেক্ষা
প্রগতির গতি
স্বাধীনতা

 

দিন চলে যায়

কথায় কথায় দিন চলে যায় আসল কথাই বললে না।
আশায় আশায় রইলো হৃদয় জ্যোৎত্মা কী গো বইবে না।

যত কথা বলছো তুমি মিটছে না মোর মনের আশা
একবার বলো ভালোবাসি দেখবে সে কী ভালোবাসা
যাবার আগে হৃদয় বাগে আশার ফুল ফুটাও না।

তুমি চলে গেলে দিনশেষে আসবে যে রাত
এমন কথা বলে যাও সে রাত যেন হয় মধু কল্পনারই রাত।
মনটা আমার ভেঙে দিও না।

 

অন্য আলো

তোমার হাসির উসকানি হাতছানি
বেড়ে চলে আমার মনের হাতছানি।

এ এক অন্য আলো অন্য খেলা দেয়রে দোলা
এ এক অন্য লিপি এই লিপি কি যায় ভোলা
ও তার রঞ্জনে যায় ভরে এই মন-প্রাণখানি।

হাসিমুখে দোল দিলে ঐ যে টোল পড়ে
তাই না পাঠে বসন্তের এই মন ভরে।

হৃদ আকাশে ভালোবাসার আবাদ চলে
দখিনী হাওয়া কানে কানে আমায় বলে
ওরে ওরে ও পাবিরে তুই ও তার ঐ মনখানি।

 

নেতা

নেতা শূন্যে গদা ঘুরায় সুন্দর বুলি ছড়ায় শুধু কাজের কাজটি করে না।
আসল কথা রেখে একথা ওকথা
বলে শুধু জনতার কথা শোনে না।

সত্যের সৌন্দর্য শক্তির কথা নেতা কেমনে ভুলে যায়।
আলোর পথ ছেড়ে আঁধারে ভর করে নেতা কোন পথে ধায়
আঁধারের পথ যে পিচ্ছিল তা কি নেতা জানে না।

হক-সোহরাওয়ার্দী-ভাসানী
বঙ্গবন্ধু-জিয়া-ওসমানী
তারা ভালো মানুষ ছিলেন শুধু নেতা ছিলেন না।

চলছে দুঃসময় আছি দুঃসহ বেদনায়
অনিশ্চয়তায় দিন যায় থাকি উৎকণ্ঠায়।

উত্তরসুরিদের দেখে জেনে ইতিহাস পড়ে শুনেও
নেতা উলটো পথে চলে
চেতনা মাটিতে দলিত করে আবার বুক উঁচিয়ে চেতনার কথা বলে
এই যে শঠতা এই যে ছলনা ছি, নেতা তোমারে মানায় না।

আরও পড়ুন কবিতা-
স্বাধীনতার সাধ
গাজনার বিল
মেঘে যতো জল

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

শ্রাবণ ধারা

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!