শিকড়ের আঘাত
শিকড়ের আঘাত
জীবনের বন্ধুর পথে নিরন্তর হেটে চলা
মসৃণ কুসুমাস্তীর্ণ পথ খুঁজে পাইনি কখনো,
জীবন চলার প্রতিটি বাঁকে প্রতিবন্ধকতা ঠেলে ;
দ্বিধাহীন চিত্তে সম্মুখ পানে ছুটে চলার আপ্রাণ চেষ্টা।
ক্ষুরধার পরিবার, সমাজের তীর্যক বাণী আর
সহযোগিতার উদার হস্তের বৈপরীত্যে
পশ্চাতে টেনে ধরার অসহিষ্ণু সমাজের
সহজাত প্রবৃত্তিকে দু’পায়ে মাড়িয়ে
সম্মুখপ্রকোষ্ঠে এগিয়ে চলা।
এ যেন শিকারীর তীরের আঘাতে, আহত পাখির
বেঁচে থাকার অভিপ্রায়ে ডানা ঝাঁপটিয়ে
উড়ে যাওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা।
মম গহীন হৃদয়ের আপ্লূত কান্নার নিঃশব্দের
প্রতিটি অনুভূতিকে করেছি জীবন পরিক্রমার
এক একটি উপদেশময় স্তবক।
আপন শিকড়ের আঘাতে জর্জরিত ব্যথিত অন্তরের
বেদনা ক্লিষ্ট কষ্টকে বানিয়েছি রত্ন শোভিত তরণী ;
যেথায় আরোহী হয়ে ডিঙিয়ে চলেছি
অসীম সমুদ্রের পাহাড়সম ঢেউ।
হৃদয়ে বারংবার রক্তক্ষরণ, অনাদিকালের
নিষ্ঠুর নিয়মের যাঁতাকলে পিষ্ট আমি,
ধৈর্যের বিমূর্ত আত্মাকে সঙ্গী করে ছুটে চলেছি
লক্ষ্যহীন জীবনের অভীষ্ট লক্ষ্যের পানে।
আরও পড়ুন অন্যান্য কবির কবিতা-
অগ্নিশ্বর
প্রশ্ন তোমাকে
প্রেমের পদ্য