শর্তাবলি

নীতিমালা ও শর্তাবলি: 

www.amadersujanagar.com এ স্বাগতম।

নিম্নোক্ত নীতি ও শর্তাবলিসমূহ www.amadersujanagar.com ওয়েব ম্যাগাজিন ব্যবহারের নিয়ম-বিধির রূপরেখা নির্দেশ করছে।

আমরা অনুমান করছি এই ওয়েব ম্যাগাজিনে প্রবেশের মধ্য দিয়ে আপনি এই সকল নীতি ও শর্তাবলির সাথে একমত হবেন। এই পৃষ্ঠায় বর্ণিত সকল শর্তাবলির সাথে একমত হতে না পারলে অনুগ্রহপূর্বক amadersujanagar.com ওয়েব ম্যাগাজিনটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

 

কুকিজ:

আমরা আমাদের ওয়েব ম্যাগাজিনের কুকিজ ব্যবহার করে থাকি। আপনি amadersujanagar.com ওয়েব ম্যাগাজিনে ব্রাউজ করার মাধ্যমে আমাদের গোপনীয়তা নীতির সাথে সম্মত হয়ে কুকিজ ব্যবহার করে থাকেন।

আমাদের ওয়েব ম্যাগাজিনের ভিজিটরদের জন্য সাইট ব্যবহার করার কার্যকারীতা বৃদ্ধি জন্য আমরা কুকিজ ব্যবহার করে থাকি। আমাদের কিছু অনুমোদিত/বিজ্ঞাপন অংশীদারও কখনও কখনও সেই কুকিজ ব্যবহার করতে পারেন।

আমাদের ওয়েব ম্যাগাজিনটি কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ দেয়। মন্তব্যকারীদের কোনো কমেন্ট ফিল্টার, সম্পাদনা প্রকাশ বা পর্যালোচনা করে না। মন্তব্যগুলি amadersujanagar.com এর মতামত বা দৃষ্টিভঙ্গীকে প্রতিফলিত করে না। এসব মন্তব্য পোস্টকারীর একান্ত ব্যক্তিগত মতামত। প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত পরিসীমাতে, এই ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত কোনো মন্তব্যের জন্য amadersujanagar.com দায়ি হবে না।

amadersujanagar.com ওয়েব ম্যাগাজিনে পোস্ট করা সকল মন্তব্য পর্যবেক্ষণের অধিকার রাখে। এছাড়া, কোনো মন্তব্য অনুচিত, আপত্তিকর ও সাইটের নীতিমালা ও শর্তাবলী লঙ্ঘিত হয়েছে এমন মনে হলে তা সরানোরও অধিকার রাখে। সেক্ষেত্রে, আপনি এই মর্মে সম্মত হচ্ছেন যে,

• আপনি আমাদের ওয়েব ম্যাগাজিনে মন্তব্য করতে পারেন যার সম্মতি আমাদের পক্ষ থেকে রয়েছে

• আপনার মন্তব্যগুলোতে কোনো মানহানিকর, নিন্দনীয়, আপত্তিকর অশালীন বা  অবৈধ উপাদান থাকবে না যা ব্যক্তির প্রাইভেসী লঙ্ঘন করে; • আপনার মন্তব্যগুলো কোনো ব্যবসা কিংবা বে-আইনী কার্যকলাপ উপস্থাপনা বা প্রচারে ব্যবহার করা হবে না।

 

কন্টেন্টের সাথে হাইপারলিংক করার ক্ষেত্রে:

কোনো লিখিত পুর্ব অনুমোদন ছাড়াই নিচে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ আমাদের ওয়েবসাইটের সাথে লিংক করতে পারেঃ

• সরকারি প্রতিষ্ঠান;

• সংবাদ সংস্থা

• অলাভজনক সংস্থা

আমাদের ওয়েব ম্যাগাজিনের অন্যান্য তথ্যের সাথে এই প্রতিষ্ঠানসমূহ লিংক করতে পারে যতক্ষন না লিংকটিঃ

(ক) কোনোভাবেই প্রতারণামূলক নয়;

(খ) কোনো পণ্য বা পরিসেবায় মিথ্যা স্পন্সরশীপ, সমর্থন বা অনুমোদন দেয়; 

 

নিম্নে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের লিংক অনুরোধ বিশেষ বিবেচনায় অনুমোদন দিতে পারি:

• সাধারণ পরিচিত গ্রাহক কিংবা ব্যবসায়ী তথ্য উৎস

• দাতব্য কোনো সংস্থা বা গ্রুপ

• ইন্টারনেট পোর্টাল:

• শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থা।

এই সিদ্ধান্ত মর্মে আমরা উক্ত প্রতিষ্ঠানসমূহের লিংক অনুরোধ অনুমোদন দিবো যে, যদি,

(ক) লিংকটি আমাদের সাথে বিরূপ মনে না হয়;

(খ) প্রতিষ্ঠানের কোনো নেতিবাচক রেকর্ড আমাদের কাছে না থাকে;

(গ) সাধারণ তথ্য দাতা হিসেবে লিংকটি কাজ করছে।

যদি আপনি উপরের দুইটি অনুচ্ছেদে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কেউ হন এবং আমাদের ওয়েব ম্যাগাজিনের সাথে লিংক যুক্তকরণে আগ্রহী হন, তাহলে আপনাকে অবশ্যই amadersujanagar.com এ মেইল পাঠিয়ে আমাদেরকে জানাতে হবে। সেক্ষেত্রে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের তথ্য, আপনার URL সাইট, যেসকল URL থেকে আপনি আমাদের সাইটে লিংক করতে চান তার তালিকা, আমাদের সাইটের যেসব URL এর সাথে আপনি যুক্ত হতে চান তার একটি তালিকা দিতে হবে। মেইলের প্রত্যুত্তরের জন্য ১-২ সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।

 

নিম্নলিখিত উপায়ে অনুমোদিত প্রতিষ্ঠান বা সংস্থাগুলো আমাদের ওয়েবসাইটের সাথে হাইপারলিংক করতে পারে:

• আমাদের কর্পোরেট নাম ব্যবহার করে;

• ইউনিফর্ম রিসোর্স লোকেটর ব্যবহার করে;

 

iFrames:

আপনি আমাদের ওয়েবপেজে কোনো ফ্রেইম আমাদের পূর্ব অনুমতি ব্যতীত তৈরি করবেন না; যা আমাদের ওয়েব ম্যাগাজিনের ভিজ্যুয়াল পরিবর্তন ঘটাবে।

 

বিষয়বস্তুর জন্য দায়বদ্ধতা:

আপনার ওয়েব ম্যাগাজিনেপ্রদর্শিত কোনো কন্টেন্ট বা বিষয়ের জন্য আমরা দায়বদ্ধ থাকব না। কোনো লিংক ওয়েব পোর্টালে উপস্থিত হওয়া উচিত নয় যা মানহানিকর, অশ্লীল অথবা অপরাধমূলক, কিংবা যা থার্ড পার্টির অধিকার লঙ্ঘন বা অপব্যবহার করে।

 

অধিকার সংরক্ষণ:

আমরা আমাদের ওয়েব ম্যাগাজিনে আপনার যুক্ত করা কোনো নির্দিষ্ট বা সকল লিংক অপসারণ করতে অনুরোধ জানানোর অধিকার রাখি। অনুরোধের অনতিধিলম্বে আমাদের ওয়েব ম্যাগাজিনের যুক্ত লিংকসমূহ অপসারণ করতে আপনি বাধ্য থাকবেন। আমরা এই নীতিমালা ও শর্ত এবং ওয়েব ম্যাগাজিনে লিংক যুক্ত করার পলিসি সংশোধন করারও অধিকার সংরক্ষণ করে থাকি। আমাদের ওয়েব ম্যাগাজিনের লিংক যুক্ত করার মধ্য দিয়ে আপনি এইসব নীতিমালা ও শর্ত মেনে চলতে বাধ্য থাকবেন।

 

আমাদের ওয়েব ম্যাগাজিন থেকে লিংক অপসারণ:

যদি আপনি আমাদের ওয়েব ম্যাগাজিনের কোনো লিংক আপত্তিকর হিসেবে মনে করেন, তা নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন।

আমরা লিংক অপসারণের অনুরোধ বিবেচনা করব, তবে তা নিয়ে আমাদের প্রতিক্রিয়া আপনাকে সরাসরি জানাতে বাধ্য থাকব না।

আমরা নিশ্চিত করছি না যে এই ওয়েব ম্যাগাজিনের সকল তথ্য সঠিক। আমরা এর সম্পূর্ণতা বা যথাযথতারও কোনো গ্যারান্টি দিচ্ছি না। আমরা এ-ও প্রতিশ্রুতি দিচ্ছি না যে আমাদের ওয়েব ম্যাগাজিনটি সবসময় পাওয়া যাবে কিংবা আমাদের ওয়েব ম্যাগাজিনের বিষয়বস্তু প্রতিনিয়ত হালনাগাদ করা থাকবে।

error: Content is protected !!