শফিক-নহোর
নওয়াগ্রাম,  নাজিরগঞ্জ,  লেখক পরিচিতি,  সাহিত্য

শফিক নহোর

লেখক এ সময়ের খুব জনপ্রিয় একজন গল্পকার হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন । বিভিন্ন সময় লেখকের লেখা গল্প, প্রবন্ধ, কবিতা জাতীয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে নিয়মিত; লিখছেন বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন সৃজনশীল ওয়েবম্যাগগুলোতে ।

জন্ম:  গল্পকার শফিক নহোর  ১৯৮৬ খ্রিষ্টাব্দের ১১ই নভেম্বর (২৭ কার্তিক ১৩৯৩ বঙ্গাব্দ) পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নওয়াগ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। 

পারিবারিক জীবন: পিতা মৃত মো. আব্দুল মাজেদ আলী শেখ এবং মাতা মৃত মোছা. হামেদা খাতুন। তিনি সাত বোন ও  পাঁচ ভাইয়ের ভেতর সবার ছোটো। তিনি ২০১০ খ্রিষ্টাব্দে সুমি খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই কন্যা সন্তান। শেখ সাহেরা ইসলাম লামহা ও শেখ আরবী জান্নাত। 

কর্মজীবন: এক সময় সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি নাসির গ্রুপের নাসির গ্লাসওয়্যার এন্ড টিউব ইন্ডা. লি.-এ আইটি বিভাগে সহকারি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন মুহাম্মাদ আসাদুল্লাহ

লেখালেখি: গ্রাম-বাংলার সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম তাঁর লেখার মূখ্য বিষয়। ব্যক্তিগত জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। তিনি বর্তমানে সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলনের সাব-এডিটর হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশনা:

গল্পগ্রন্থ:

  • মায়াকুসুম (২০২১ খ্রি.); য়ারোয়া বুক কর্ণার(এবিসি)
  • বিষফুল (২০২২ খ্রি.); উৎসব প্রকাশন

কাব্যগ্রন্থ:

  • মিনুফুলের ঘ্রাণ (২০২৩ খ্রি.); চমনপ্রকাশ 

সম্মননা:

  • সোনার বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম ‘স্মৃতি পদক ২০২১’

    ও ‘মায়াকুসুম’ গ্রন্থ সম্মাননা ২০২১ অর্জন করেন।

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

‘আমাদের সুজানগর’ সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি সুজানগর উপজেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ, বইমেলা ও সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে। এছাড়া গুণিজনদের জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিক লাইভ অনুষ্ঠান ‘অন্তরের কথা’ আয়োজন করে থাকে। ‘আমাদের সুজানগর’ সংগঠনের মুখপত্র হলো ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিন, যা সুজানগরের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, গুণিজনদের জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করে থাকে। এছাড়া সুজানগর উপজেলার কবি, সাহিত্যিক ও লেখকদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি ও বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রকাশ করে থাকে। ওয়েব অ্যাড্রেস: www.amadersujanagar.com মেইল অ্যাড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!