শফিক-নহোর
নওয়াগ্রাম,  নাজিরগঞ্জ,  লেখক পরিচিতি,  সাহিত্য

শফিক নহোর

শফিক নহোর এ সময়ের  জনপ্রিয় একজন গল্পকার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। বিভিন্ন সময় লেখকের লেখা গল্প , প্রবন্ধ, কবিতা জাতীয় পত্রিকায় প্রকাশ হচ্ছে নিয়মিত। তিনি প্রতিনিয়ত অণুগল্প, ছোট গল্প ও কবিতা লিখে চলেছেন।

জন্ম:  গল্পকার শফিক নহোর  ১৯৮৬ সালের ১১ নভেম্বর (২৭ কার্তিক ১৩৯৩ বঙ্গাব্দ), পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রাম এর শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। 

পারিবারিক জীবন: পিতা মহহুম মো. আব্দুল মাজেদ আলী শেখ এবং মাতা মহহুমা মোছা. হামেদা খাতুন। তিনি সাত বোন ও  পাঁচ ভাইয়ের ভেতর সবার ছোট। তিনি ২০১০ সালে সুমি খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই কন্যা সন্তান। শেখ সাহেরা ইসলাম লামহা ও শেখ আরবী জান্নাত। 

কর্ম জীবন: শফিক নহোর সাংবাদিকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি নাসির গ্রুপ ( নাসির গ্লাসওয়্যার এন্ড টিউব ইন্ডাঃ লিঃ ) এর আইটি বিভাগে কর্মরত আছেন।

আরও পড়ুন মুহাম্মাদ আসাদুল্লাহ

লেখালেখি: বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন সৃজনশীল ওয়েবম্যাগ গুলোতে নিয়মিত লিখছেন তিনি। বর্তমানে তিনি সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলনের সাব এডিটর হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশনা:

গল্পগ্রন্থ:

  • মায়াকুসুম (২০২১ খ্রি.)
  • বিষফুল (২০২২ খ্রি.)

কাব্যগ্রন্থ:

  • মিনুফুল (২০২৩ খ্রি.)

এছাড়া তিনি টিভি নাটকে অভিনয়ের সঙ্গে জড়িত আছেন।  লিখছেন টিভি নাটক ও গান এবং ব্যক্তিগত জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। 

সম্মননা:

  • গল্প প্রতিযোগিতা ২০১৮  স্মারক সম্মাননা; মা মাটি মানুষ ।
  • আমাদের সুজানগর ওয়েব ম্যাগাজিন কর্তৃক শুভেচ্ছা স্মারক ২০২২।

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

'আমাদের সুজানগর' সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। 'আমাদের সুজানগর' সংগঠনের মুখপত্র "আমাদের সুজানগর" ওয়েব ম্যাগাজিন। ওয়েব এড্রেস: www.amadersujanagar.com মেইল এড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!