শফিক নহোর
শফিক নহোর এ সময়ের জনপ্রিয় একজন গল্পকার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। বিভিন্ন সময় লেখকের লেখা গল্প , প্রবন্ধ, কবিতা জাতীয় পত্রিকায় প্রকাশ হচ্ছে নিয়মিত। তিনি প্রতিনিয়ত অণুগল্প, ছোট গল্প ও কবিতা লিখে চলেছেন।
জন্ম: গল্পকার শফিক নহোর ১৯৮৬ সালের ১১ নভেম্বর (২৭ কার্তিক ১৩৯৩ বঙ্গাব্দ), পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রাম এর শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
পারিবারিক জীবন: পিতা মহহুম মো. আব্দুল মাজেদ আলী শেখ এবং মাতা মহহুমা মোছা. হামেদা খাতুন। তিনি সাত বোন ও পাঁচ ভাইয়ের ভেতর সবার ছোট। তিনি ২০১০ সালে সুমি খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই কন্যা সন্তান। শেখ সাহেরা ইসলাম লামহা ও শেখ আরবী জান্নাত।
কর্ম জীবন: শফিক নহোর সাংবাদিকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি নাসির গ্রুপ ( নাসির গ্লাসওয়্যার এন্ড টিউব ইন্ডাঃ লিঃ ) এর আইটি বিভাগে কর্মরত আছেন।
আরও পড়ুন মুহাম্মাদ আসাদুল্লাহ
লেখালেখি: বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন সৃজনশীল ওয়েবম্যাগ গুলোতে নিয়মিত লিখছেন তিনি। বর্তমানে তিনি সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলনের সাব এডিটর হিসাবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশনা:
গল্পগ্রন্থ:
- মায়াকুসুম (২০২১ খ্রি.)
- বিষফুল (২০২২ খ্রি.)
কাব্যগ্রন্থ:
- মিনুফুল (২০২৩ খ্রি.)
এছাড়া তিনি টিভি নাটকে অভিনয়ের সঙ্গে জড়িত আছেন। লিখছেন টিভি নাটক ও গান এবং ব্যক্তিগত জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন।
সম্মননা:
- গল্প প্রতিযোগিতা ২০১৮ স্মারক সম্মাননা; মা মাটি মানুষ ।
- আমাদের সুজানগর ওয়েব ম্যাগাজিন কর্তৃক শুভেচ্ছা স্মারক ২০২২।
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে