রোদ-বৃষ্টির-খেলা
ছড়া,  জাহাঙ্গীর পানু (ছড়া),  সাহিত্য

রোদ বৃষ্টির খেলা

রোদ বৃষ্টির খেলা

জাহাঙ্গীর পানু

 

আষাঢ় শ্রাবণ বর্ষা আসে
           গ্রীষ্ম নেয় বিদায়।
খালবিল ভরে উঠে
       পানির ঝর্ণা ধারায়।।

বাদল মুখর সারাটি দিন
        চুপটি ঘরের কোণে।।
কাজলা দিদি বসে একা
          নকশীকাঁথা বুনে।।

এ পাড়াতে মেঘ গুড়গুড়
           নামছে কত বৃষ্টি।
ও পাড়াতে চঞ্চলা মন
            রঙধনুতে দৃষ্টি।।

ঝনাঝনাঝন বৃষ্টি নামে
        একটু নেমেই শেষ।
হঠাৎ আবার ঝলমলে রোদ
    আহা! কি মজা বেশ।।

হঠাৎ করেই বৃষ্টি আসে
        ঘর বাড়িহীন পথে।
চলতে পথে পথচারী
       থামছে গাছের তলে।।

কদম ফুলের পাপড়ি ছিড়ে
      ছিটিয়ে পথের ধারে।
আলতা মেখে বালিকারা
         নাচে ঘুঙুর পায়ে।।

খোকা বাবু ছাতা মাথায়
        চলছে পথের বাঁকে
ডোবায় জলে ব্যাঙের দল
        সুর মিলিয়ে ডাকে।।

কাঁদা মাখা ফাঁকা মাঠে
            নামছে বৃষ্টি ঢল।
ফুটবল খেলায় মেতে উঠে
          দুষ্ট ছেলের দল।।

বাদল দিনে বৃষ্টি শেষে
      সতেজ সবুজ ঘাসে।
মিষ্টি হেসে ময়ুরীর দল
       পেখম খুলে নাচে।।

বর্ষাকালের ফোটে অনেক
        নানান ফুলের মেলা।
চলছে কেমন চারিদিকে
           রোদ বৃষ্টির খেলা।।

আরও পড়ুন ছড়া-
মাকে মনে পড়ে
গুড়ি গুড়ি বৃষ্টি
মায়ের আদর
বাদাইর জোলা

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

রোদ বৃষ্টির খেলা

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!