রহস্যের-সন্ধান
কবিতা,  পথিক জামান,  সাহিত্য

রহস্যের সন্ধান, যখন নামিবে সন্ধ্যা, মিথ্যা অহংকার

রহস্যের সন্ধান

পথিক জামান

 

তুমি অসীম শূন্যতায় মিশে আছো,
সকল দৃষ্টির আড়ালে
অনাদি অনন্তকাল ধরে।
কি অসম্ভব ক্ষমতা তোমার!
তোমার বিশাল আকাশে
উজ্জ্বল নক্ষত্র আর তারার মিছিল,
চরম গরমে শীতল বাতাসের
নরম ছোঁয়া,
কি অদ্ভুত মুগ্ধতা আনে
এ অস্থির প্রাণে।
স্তম্ভবিহীন বিশাল আকাশ
চাঁদ সূর্যের শৃঙ্খলিত অস্ত উদয়
বিশাল বিস্ময় জাগায় এ অন্তরে,
কোন ইন্দ্রজাল কাজ করে
অলক্ষ্যে অগোচরে,
কবে খুঁজে পাবো তোমার
রহস্যের সন্ধান?
তুমি প্রকাশিত, তুমি বিকশিত
শতরূপে স্রষ্টার মহান মহিমায়।

আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
প্রেমের পরশ
ভালোবাসা রঙ পাল্টায়

 

যখন নামিবে সন্ধ্যা

যখন নামিবে সন্ধ্যা
ঘটাবে এ জীবনের অবসান,
আমারে শোনায়ো তুমি
কোকিলার মধু গান।

ঝিল্লির মৃদু ডাক
জোনাকির সাদা আলো
কপালে মাখিয়া টিপ
বেসে যায় যেন ভালো।

ওই বনলতা তলে
ফেলে এসো কালো ঘরে,
সারারাত ধরে যেথা
শেফালী বকুল ঝরে।

শিশির যেখানে পড়ে
বাতাস বহে মন্দা,
মাধুরি যেখানে ঢালে
মহুয়া রজনী গন্ধা।

 

মিথ্যা অহংকার

মানুষ অতি তুচ্ছ প্রাণী
কতই বা তার দাম,
নিজের খাদ্য সংগ্রহতে
নিত্য ছোটে ঘাম।

সেই কিনা কয় আমি পারি
অনেক কিছু করতে,
ইচ্ছা করলে আমি পারি
আকাশটাকে ধরতে।

ইচ্ছে করলে গড়তে পারি
পারমাণবিক বোমা
ইচ্ছে করে পারি না কেবল
নিঃস্বজনের ক্ষমা।

ইচ্ছে করে চুষি শুধু
গরিবগণের রক্ত
আমি আবার যাই না সেথা
যেজন একটু শক্ত।

মিথ্যা আমার কণ্ঠ ভূষণ
মিথ্যা অহংকার,
মিথ্যা আমার মিষ্টি লাগে
মিথ্যা চমৎকার।

এইতো আমি সৃষ্টি সেরা
সৃষ্টিকুলের গর্ব,
আমি কিন্তু ভাবি না ভাই
আমি একদিন মরবো।

সত্যকে কি মিথ্যা দিয়ে
যায় কখনো ঢাকা?
অসৎ জনের সঙ্গে কভু
হয়না সুখের থাকা।

ধনী লোকের সঙ্গে আমার
অনেক মাখামাখি,
গরিবজনের সঙ্গে আমার
হয়না থাকাথাকি।

আমার আছে বাড়ি গাড়ি
বিশাল অট্টালিকা,
অনাথ শিশুর পেটে জ্বলে
ক্ষুধার অগ্নি শিখা।

ওসব দেখার সময় কোথায়
আমি অনেক ঋণী,
ক্ষুধার জ্বালার ভান করে সব
ওদের আমি চিনি।

ভালো ভাবে বাঁচতে গেলে
লাগে অর্থ কড়ি,
প্রমোদ বালার প্রেম পরশে
লাগে প্রমোদ তরী।

সেই কারণে এখন আমার
ঊর্ধ্বপানে চোখ
আমার কী আর দেখার আছে
মরলে গরিব লোক।

আমার লাগবে আরো আরো
আরো আমার চাই,
তোমার কিছু নাই বা থাকুক
করার কিছুই নাই।

এই যদি হয় ভাবনা আমার
কী যে চমৎকার,
ধ্বংস আমার অনিবার্য
জানবো হাজার বার।

আরও পড়ুন কবিতা-
প্রকৃতিতে হবো লীন
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

রহস্যের সন্ধান

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!