রবে-শুধু-রব
কবিতা,  পথিক জামান,  সাহিত্য

রবে শুধু রব, হঠাৎ দেখা

রবে শুধু রব

পথিক জামান

 

একদিন এ পথে আর কেউ
হাঁটবে না কোনোদিন
চিরতরে বন্ধ হবে আনাগোনা –
তারকা খচিত রাত
জোছনার শুভ্র আলো
ভোরের পাখির সুরেলা গান
বসন্তের রঙিন আভা
এবং ভোমরের মধু গুঞ্জন

সব নীরব হয়ে যাবে –
ফুলের রঙিন হাসি
শিশুদের তালহীন নাচ
সাগরের তরঙ্গমালা
মাছখেকো শিয়ালের
হুক্কা হুয়া,
হিমালয়ের শীতল হাওয়া
শিল্পীর গজল গাওয়া

গবাদি পশুর অবাধ বিচরণ
কৃষকের ভাটিয়ালি গান
চির অম্লান রবে না কিছু-
মেয়েদের খোঁপায় পরা
রজনী গন্ধা ফুল
লাল আলতা পরা
চরণ যুগল
দৃশ্যমান হবে না ধরায়
সব অন্ধকারে বিলীন হবে
গাঢ় অন্ধকারে,
রবে শুধু রব,পবিত্র মহান।

আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
দোয়েল পাখি
প্রেমের পরশ
রহস্যের সন্ধান

 

হঠাৎ দেখা

আমার মত আমি চলি সঙ্গীবিহীন একা,
তবু কেন তোমার সাথে হঠাৎ আমার দেখা?
পুরানো ব্যথাই যায়নি আমার আজও বুকে বাজে,
তোমার সরব অনুভূতি আমার সকল কাজে।
সন্ধ্যারাতে দেখা হলো ভাটাপাড়া-ঝাউতলা
হাজার কথা বলার ছিল, হয়নি আজও বলা।
আমার বুকে ঝড় উঠলো নতুন করে আবার,
আমার কথা না ফুরাতেই বায়না হলো যাবার।
মনটা আমার দেয়না সাড়া তুমি চলে যাও,
আমার কথার ধার না ধেরে চললে তুমি তাও।
হাসলে কত মিষ্টি হাসি আগের দিনের মতই,
মনে হয় যে আরো শুনি, শুনছি আমি যতই।
তোমার মত অমন করে কেউতো হাসেনা,
মোর জীবনে তোমার মত কেউতো আসে না।
কত ভাবনা ভাবি আমি, সকাল দুপুর রাতে,
শরীর স্বাস্থ্য সবই গেলো কাজ হয়না তাতে।
এরই মাঝে আবার কেন দেখা হলো হায়।
এখন দেখছি তোমার ছাড়া ঘরে থাকাই দায়।
আবোল-তাবোল ভাবি আমি, আমি একটা গাধা
নিয়ম মাফিক সবই চলে সব নিয়মে বাঁধা।
না-হয় জীবন এমনি চলুক যেমন করে চলছি,
না-হয় আমি এমনি জ্বলি, যেমন করে জ্বলছি।
তোমায় ছাড়া কেমনে চলে আমার এ সংসার,
তোমায় ছাড়া জীবন আমার পুড়ে যে ছারখার।
তুমি আমার চোখের আলো তুমি আমার জ্যোতি,
তোমায় ছাড়া জীবন আমার সইছে অনেক ক্ষতি।
আমি এখন হতাশ মানুষ, উদাস হাওয়ার মত,
শেষ হয় না আমার লেখা যতই লিখি যত।

আরও পড়ুন কবিতা-
প্রকৃতিতে হবো লীন
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি

 

ঘুরে আসতে পারেন, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

রবে শুধু রব

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!