যে মাটির গন্ধে বেড়ে উঠা, আমার কথামালা
যে মাটির গন্ধে বেড়ে উঠা
আমি যুগ যুগ ধরে বেঁচে থাকতে চাই।
তোমাদেরই মাঝে,
যেখানে কাঁদা মাটির গন্ধ লেপ্টে আছে;
সেখানেই আমার শিকড়,
সেখানেই আমার নাড়ীর টান।
যে পথে সবুজের মেলা সে পথে আমার পদচারণা।
মটরশুঁটির ক্ষেতে জড়াজড়ি আর মাখামাখিতে ভরা
সেখানেই আমার প্রাণের ভালবাসা,
যেখানে মায়ের আদরে দিন যেত হেসেখেলে
সেখানেই আমার ভালবাসা জড়িয়ে আছে।
আবছা সকালে ঘুম ভেঙে যেতো সুমধুর আযানের ধ্বনিতে।
বাবার শাসনে যেখানে দিনের শুরু,
সেখানে শুধুই মঙ্গলের বাতিঘর।
যেখানে মেঠোপথের বাঁকে বাউলের গান,
শিথিল করতো সকল বাঁধন,
সেখানেই আমার প্রাণের স্পন্দন।
ব্যথাতুর আঁখি এখনও কেঁদে ফিরে
সেই শ্যামল সবুজ গাঁয়ের পথে,
যেখানে আমার শৈশবের স্মৃতি গাঁথা।
বকুলের মালা এখনও জড়িয়ে আমার গায়ে
ভুলতে পারি না তারে, সেখানে আমার স্বপ্ন মাখা।
আমি সেখানেই ফিরে যেতে চাই,
যে মাটির গন্ধে আমার বেড়ে উঠা।
আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা-
এ কোন পৃথিবী
নীলাম্বরী শাড়ি
সাগরকন্যা
আমার কথামালা
আমি আমার কথা বলছি!
যখন আমি ভালো থাকি,
তখন আকাশ ফুঁড়ে সমস্ত সুখ-আনন্দ আমাকে সভ্যতা শেখায়;
যেন পৃথিবীর সমস্ত আনন্দের নহর আমাকে ঘিরে রাখে।
চোখে জমা সমস্ত বিষাদটুকু নিমেষেই ধুয়ে মুছে যায়।
ক্লান্তিটুকু কর্পূরের মতো উবে যায়,
দুঃখগুলো ভয়ে যোজন যোজন দূরে পালিয়ে যায়।
ওরা শুধু উঁকিঝুকি দিয়ে নিজেদের শান্ত্বনা দেয়;
আর বলে, ‘দূরে না থেকে উপায় কি বলো’?
ও ধারে যেও না, সুখ পাখিরা প্রাণ খুলে গাইছে;
আমি আমার কথা বলছি!
আমি যখন ভালো থাকি,
সমস্ত ফুলেরা আমার সাথে মিতালী করে;
আর কানে কানে বলে, ‘তুমি ভালো আছো বলেই আমরা ফুটেছি’।
তোমাকে আমাদের বাগানে সাজাবো বলে দিন গুনছি অপেক্ষায়।
আমি আমার কথা বলছি!
আমি যখন ভালো থাকি,
একই আকাশে কখনো বৃষ্টি, কখনো রৌদ্র,
কখনো সোনালী আবীরে ঢাকে।
তেমনি আমার মনের আকাশে নানা রঙের জ্যোৎস্না খেলা করে,
তারারা ছোটাছুটি করে সমস্ত আকাশ জুড়ে……।
আরও পড়ুন কবিতা-
দ্বিধা
মরা নদী
রাতের ভূচিত্র
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
যে মাটির গন্ধে বেড়ে উঠা