যাপিত-জীবন
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

যাপিত জীবন

যাপিত জীবন

জাহাঙ্গীর পানু

আমার কেমন করে যাচ্ছে সময়
কেউ এসে দেখে না কখনও।
অমানিশার অন্ধকারের বুক চিড়ে;
আলোর রেখা নিয়ে কেউ এসে বলেনা
একটু পথ চলো।

আমার ভিতরের কষ্ট, বুকফাটা আর্তনাদ
কেউ দেখে না,
কেউ পরিমাপ করেনা-
বুকের গহীনে কতটুকু;বো
গভীর ক্ষত লুকিয়ে আছে।

কেউ তো কখনো ভাবে না-
সারারাত গন্ধ বিলানো শিউলি, বকুল;
কেন সকালেই ঝরে যায়।
শান্ত জলের ভোরে ফোটা পদ্ম, শাপলা
কেন দুপুরেই চুপসে যায়।

অর্থ আর ক্ষমতা যেখানে বিচারের মাপকাঠি
অসত্যের আবরণে ঢাকা সম্পর্কের প্রকৃতি
ভালো-মন্দ বিচারহীনতার সংস্কৃতি
প্রতিবাদের সামান্য উম্মা প্রকাশেও সবার বিরক্তি
পারিপার্শ্বিক সুবিধায় মিথ্যার মৌন সমর্থন
সত্য, সেখানে সুদূর পরাভূত।

চারিপাশে অর্থলোলুপ সামাজিক দৃষ্টি
সত্য মিথ্যার কোনো বিচার নেই,
মিথ্যার পিঞ্জির ভেদ করে নিজেকে
দুরে রাখাব, একাকীত্বে ফেলা।
এছাড়া আর উপায় কি বলো?

আমি সারারাত জেগে হাস্নাহেনার গন্ধ শুকি;
কিন্তু বিত্ত বৈভবের ফিরনি পোলাও এর গন্ধ শুকি না
কেননা সেটা আমার ভাগ্যে নেই।
অন্যের অর্জিত অর্থ সম্পদের প্রতি দৃষ্টি নেই;
কেননা সেটা আমার ব্যক্ত্বিত্বকে নিচে নেমে দেয়।

আমি একাকী পথচলি, নিঃশব্দে নিরবে
গভীর নিশিথে ঘুম ভেঙে অনুভব করি
স্বার্থপর পরিবার, সমাজ, রাষ্ট্রে;
আমি এক হতভাগা।

তবুও মহান স্রষ্টার নিকট প্রার্থনা
সুস্থ আছি, বেঁচে আছি,
নির্মল বাতাসে বুক ভরা শ্বাস নিচ্ছি
এটাই বা কম কিসে। 

আরও পড়ুন

যে মাটির গন্ধে বেড়ে উঠা

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

যাপিত জীবন

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!