কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

যদি বেঁচে যাই

যদি বেঁচে যাই

ফজলুল হক

 

কোভিড ১৯,

রাক্ষুসে সময়ে ভাগ্যক্রমে যদি বেঁচে যাই-
স্বাক্ষী হয়ে অনাগত প্রজন্মকে বলে যাবো অভিশপ্ত জীবনের কথা।
বলে যাবো-
অখণ্ড এক আকাশের নীচে ধর্ম-বর্ণ ও জাতিভেদে ক্ষমতা লড়াইয়ের সিন্ধুসম বিষাদ গল্পকথা।
যুদ্ধের দামামা বাজলে-
মরণাস্ত্র ধ্বংসের খেলায় কীভাবে মেতে ওঠে,
কীভাবে তোর জন্ম হলো
কীভাবেই-বা মানুষের অভিন্ন রক্তে ভাসে রণতরী–সব বলে যাবো যতদূর পারি।
আরো যা যা বলবো-
কেনো আজ
অখণ্ড আকাশ খণ্ডে খণ্ডে বিভক্ত!
সব-ই মানুষের অনাসৃষ্টি।
যদি বেঁচে ফিরি-
প্রাণপণ চেষ্টা করব মানবিকতার শরীর ছুঁয়ে নিজেকে বদলে ফেলতে,
প্রেয়সির চাপা কান্নার জল মুছে
প্রতারকের তালিকা থেকে কেটে নিবো নিজের কলংকৃত নাম।
যদি মরতে মরতে বাঁচি-
ভুখাদের দরজায়
খাদ্যের ঝুড়ি বাড়িয়ে দেবো
অনাথের শরীরে জড়িয়ে দেবো প্রিয় পোশাকগুলো।
যদি ক্ষমা করিস-
বঞ্চিতদের মিছিলে আমিও কণ্ঠ মিলাবো,
বস্তির নোংড়া ক্ষুব্ধ অনাহারী মানুষের সাথে খুুঁজে নিবো মেলবন্ধন।
যদি সত্যি ক্ষমা কৃপা পাই-
দুঃখী মানুষের চোখের নোনাজলে ভেজাবো অসাধু দুটো হাত।
বদলে নেবো অহংকারী মন
আত্মশুদ্ধির প্রয়াসে,
ভুলে যাবো কুটিল রাজনীতি প্রথা,হিংসা-বিদ্বেষ।
ধ্বংসের খেলায় আর মেতে উঠিস না অদৃশ্য ঘাতক,
অভিশপ্ত চীনের উহান থেকে সোনার বাঙলায়
সর্বত্রই অভিভাবকহীন
লাশের বহর!
কিছুতেই থামছে না তোর অনুকম্পাহীন ক্ষুধার্ত আক্রোশ।
কথা দিলাম-
সত্যি মানবিক মানুষ হবো
এড়িয়ে যাবো না সামাজিক দায়বদ্ধতা,
এ আমার স্বজনের লাশের কসম।
তবুও কি থামবে না তোর দৈত্যবৎ ঘৃণিত তাণ্ডব?

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

যদি বেঁচে যাই

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!