মেঘে-যতো-জল
কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

মেঘে যতো জল

মেঘে যতো জল
ফজলুল হক

 

ভীষণ তাড়াহুড়ো
মুক্তি চাইছো?
অথচ দুজনার অভিন্ন স্বপ্ন ছিলো,
একটা ছোট্ট ঘর হবে
ঘরের এক কোণে
মেঠোফুলের ফুল সজ্জা,
ছোট শিশুর হামাগুড়ি ও
আধো আধো বোলে
শব্দ অন্বেষার শব্দে আমাদের ঘরটি দিনে দিনে বাড়ি হয়ে উঠবে,
শুরু হবে একটি নতুন গল্পের পথচলা।
সংসারে অনেক অভাব থাকবে
আমি একটু একটু করে পূরণের চেষ্টায় ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবো
তুমি তখন তালপাখা দিয়ে বাতাস করতে করতে মনের খোঁজ জেনে নেবে;
হৃদয় ভিটেয় জ্বলে উঠা আগুন নিভিয়ে
লজ্জা লুকানো হাসি মুখে বলবে,শোনো খুকির বাপ
আমার এত্তো কিছু দরকার নাই,
একবেলা পান্তা হলেই চলবে।

কথা ছিলো সংসার পাতার প্রথম সপ্তাহে কিস্তিতে দুটো মোবাইল ফোন কিনবো,
একটা থাকবে তোমার কাছে
আর একটা আমার,
আমি যখন গঞ্জে কাজে যাবো
তুমি শূন্য ঘরের বারান্দায় বসে মাঝেমাঝে আমাকে ফোন করবে
অদৃশ্য দুরত্বের এক পাশে তুমি, অন্য পাশে আমি
কথায় কথায় হারিয়ে যাবো।
বেশি কথা বললে মালিক আচানক রেগে যাবেন
কিছু মুজুরী কেটে নিবেন হয়ত;
কাটুক, রক্তচোষা মহাজনেরা ভালোবাসার মর্ম কি-ইবা বুঝবে!
গত মাসে ভিটেয় নতুন মাটি তুলেছি,
ঘর বাঁধার জন্য ছন-বাঁশ কিনেছি
পাটের দড়িও পাকিয়েছি;
আর তুমি?
এক অজানা আশঙ্কায় হাতটা ছেড়ে দিতে চাইছো!
এ কেমন ভালোবাসা তোমার?
কই,আগে তো বলোনি
ঘর্মাক্ত শরীর,বিজলি বাতি আর বৈদ্যুতিক পাখা বিহীন ঘর এবং

বাটন মোবাইল ফোন তোমার এক্কেবারে অপছন্দ!

তবে স্বপ্ন দেখালে কেনো?

আরও পড়ুন কবিতা

সম্পর্ক 

ভুলে যাবো

সীমাবদ্ধতা

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

মেঘে যতো জল

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!