মৃত-বৃক্ষ
গল্প,  শফিক নহোর (গল্প),  সাহিত্য

মৃত বৃক্ষ

মৃত বৃক্ষ

শফিক নহোর

 

অনেকদিন ধরে বোয়াল মাছ খাওয়ার বায়না ধরেছে মিনু। ও চার মাসের অন্তঃসত্ত্বা। আজ চলতি মাসের একুশ তারিখ, হাতের অবস্থা বড়ই নাজুক।
মিথ্যা সান্তনা দিয়ে বললাম,
─ বেতন হাতে পেলে তুমি যা যা খেতে চাও, সব এনে দিবো। চিন্তা করো না। এখন খাবার দাও। আমার অফিসে যাবার সময় হলো।
ভিলেন মার্কা অভদ্র একজন অফিসার আছে, সবসময় মানুষের পিছনে একটা পিন বিধিয়ে দেবার পায়তারা করে অবিরাম। আস্তাগফিরুল্লাহ, মানুষ কী তাই এত খারাপ হয়? এ অফিসে চাকরি না হলে হয়তো বুঝতাম না। সকালে বউ রসুনের পাতা দিয়ে টমেটো ভর্তা করেছে। আহা! কি স্বাদ। গরম ভাতের সঙ্গে হালকা একটু বলরাম কাকার হাতের তৈরি করা ঘি ঢেলে নিলাম। স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। বউ আমার পিছনে দাঁড়িয়ে বলছে,
─ এই শুনছো।
─হ্যাঁ বল।
─ আমাদের তো একদিনও চিড়িয়াখানা নিয়ে গেলে না।
-এ সময় চিড়িয়াখানা যেতে নেই। লোকমুখে শুনেছি, ছেলে-মেয়ে দেখতে নাকি বানরের মত হয়।
─ ও আল্লাহ, তুমি এসব কি কও?
─ হুম, সত্যি বলছি গো বউ। তা না হলে তোমাকে নিয়ে যাবো না কেন?
আমার খাওয়া শেষ, বউয়ের শাড়ির আঁচল দিয়ে হাত মুছে খাঁটের উপর বসলাম। বউ আমার শরীর ঘেঁসে বসলো।
─ আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছো কেন?
─ তাড়াতাড়ি মানে? বেলা ন’টা বাজতে চললো। আমি তো আর সরকারি অফিসে চাকরি করি না। বেলা বারটার সময় গেলেও সমস্যা নেই। কোম্পানির চাকরি। এক টাকার ভিতর থেকে ষোল টাকা বের করে। অনেকেই আছে, রসুনের খোসা ভাজি করে খায়।

আরও পড়ুন একজন অনন্যা

অফিস শেষে করে বাসায় ফিরতে আমার একটু দেরি হলেই ফোন। ‘তুমি এখনো আসছো না কেন?’
কলিগদের সাথে আড্ডা বাদ দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলা সেই পুরাতন পথ ধরে। অলিগলি পার হয়ে যখন বাসার খুব কাছে যাই, হাতে করে বউ, বাচ্চার জন্য কিছুই নিয়ে যেতে পারি না। মাস শেষে সংসারের খরচ, নিজের ওষুধ, মিনুর ওষুধ, বাসা ভাড়া,বাজার সব শেষ করতেই হিমশিম খেতে হচ্ছে। এখানে পানি পর্যন্ত কিনে খেতে হয়। এর নাম আজব শহর ঢাকা।
আগে মনে করতাম, ঢাকা মানেই সুখের নগরী। এখন মনে হয়, এ নগর থেকে দূরে সরে থাকাই ভাল। ভয়ে পরিচিত কারও কাছে বাসার ঠিকানা দেই না। বাসায় একজনকে নিয়ে এসে কি খেতে দিবো? এত টানাটানির ভিতর সংসার করতে হচ্ছে। অষ্টম শ্রেণি পাশ মানুষ, এই ডিজিটাল যুগে কত টাকার বেতনে চাকরি করবে?
বউ খুব আহ্লাদ করে একদিন বলেছিল,
─ এই তুমি না আগে বলতে, ঢাকা নিয়ে গেলে আমাকে বড় পর্দায় সিনেমা দেখাবে। মিথ্যাবাদী । আমাকে তো সিনেমা দেখাতে নিলে না।
─ সিনেমা দেখতে হয় না । আল্লাহ গুনাহ্ দিবে।
শুধুমাত্র অভাবে পড়ে, মিনুকে জীবনে কত যে মিথ্যা কথা বলেছি, তার হিসাব নেই।
মা বলতো,বাজান রে কখনো মিথ্যা কথা বলিস না । মা, দুটি মিথ্যা কথা বলি বলেই, সুখে সংসার করছি।

আরও পড়ুন গল্প লালু

ডাক্তার দেখানোর পর, একটা ধাক্কা খেলাম। পুষ্টিহীনতায় ভুগছে, তার পরে মিনুর প্রস্রাবে ইনফেকশন। পায়ে পানি লেগে গেছে। ডাক্তার পূর্ণ বিশ্রামে থাকতে বলেছে। পেটের বাচ্চার উপর বিশেষ একটা প্রভাব পড়বে তা। শোনার পর মনটা খারাপ হয়ে গেল। শাক-সবজি,ফল-মূল তেমন খাওয়ানো হয়নি। তারপরে যে বিষয়টা সবচেয়ে বেশি সমস্যা হয়েছে, অল্প বয়সে মা হওয়াটা। বড় আপা বলেছিল, অল্প বয়সী মেয়েকে বিয়ে না করতে। গ্রামের লোকজন, বন্ধু অনেকেই বলেছিল, না করতে। কিন্তু পরিবেশটা এমন হয়েছিল, সেখান থেকে ফিরে আসা সম্ভব হয়নি। মিনুরা গরিব মানুষ, অসহায় পরিবার। বাবা নেই, মা দ্বিতীয় বিয়ে করেছে। মামার বাড়ি থেকে লেখাপড়া করেছে। কোন মতন বিয়ে দিতে পারলে তাঁরা একটা নি:শ্বাস নিতে পারে। এমন একটা পর্যায়ে চলে আসছিল, তখন আমি নিজে জানার পরেও একটা ভুল করলাম।
দ্বিতীয় ভুল হয়েছিল, মিনুর পেটে যখন সন্তান আসে। তখন আমি চেয়েছিলাম, ওকে দুনিয়াতে না আনতে। এ কথা শুনে, মা আমাকে প্রচণ্ড বকাবাজি করেছিল। এক পর্যায়ে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল।
‘এমন পাপ কাজ করতে তোর লজ্জা করে না, হারামজাদা? বংশের আলো আসছে। আর তুই তা নিভিয়ে দিতে চাস, পাজি কোথাকার।’ খবরদার আমার সামনে আসবি না কিন্তু।’
মায়ের কড়া শাসন। আমি লজ্জায় ঘর থেকে বের হয়ে চলে আসলাম সেদিন। কি সব গাছারা ওষুধ খেয়েছিল মিনু।
পরিবারের কথা শুনে পরে বুঝলাম, সত্যি অল্পবয়েসী মেয়েকে বিয়ে করা ঠিক হয়নি। এটা মারাত্মক ভুল। অপরাধও বটে। ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে মিনুর বিয়ে হয়। মিনুর বয়স তখন ষোল বছর। কলেজে পড়ে। এখনো কোন কোন গ্রামে ষোল বছর বয়স মানে, অনেক বয়স।
মেয়ে মানুষ ঘরে রাখলে খারাপ হয়ে যাবে, পরে আর বিয়ে হবে না। চেহারা নষ্ট হয়ে যাবে। কত ধরনের কিচ্ছা-কাহিনি শুনতে হয়েছে মিনুর।

আরও পড়ুন গল্প সম্রাট জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা

চোখ গড়িয়ে জল পড়তেই আমার চোখ চলে গেল মিনুর দিকে।
আহারে! বিচারি। এখন হয়ত ওর মনে হচ্ছে, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা একটা অভিশাপ।
আমি মিনুর পাশে গিয়ে বসলাম।
সুদীর্ঘ একটা নি:শ্বাস নিয়ে আমাকে বলছে,
─ আমার উপর কি তুমি রাগ করে আছো?
─ ধূর পাগলি, বউয়ের উপর রাগ করতে নেই। আমি মৃদু হেঁসে ওর হাতের সঙ্গে আমার অপারগ আঙুল দিয়ে স্পর্শ করলাম, পুলকিত হলো। এ সময় মেয়েরা একটু ভালবাসা চায়, সহানুভূতি পেতে ভাল লাগে। এ সময় বাঙালি মেয়েরা সাধারণত মায়ের বাড়িতে থাকে। আমিও মনে মনে ভাবছি, ওকে কিছুদিন পর রাজবাড়ি পাঠিয়ে দিবো।
আমাকে বলছে,
─ তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে। আমাদের যেদিন সন্তান হবে, সেদিন তুমি আমার পাশে থাকবে। আমার প্রচণ্ড ভয় করে।
আমি ঠোঁটের কিনারে হালকা হাসি মেখে বললাম,
─ আমি থাকলে তোমার ভয় করবে না?
গৃহ পলাতক শিশু বাচ্চার মতো জবাব দিল,
─ না।
বুকের সঙ্গে জড়িয়ে ধরতেই মনে হলো, আমার অপূর্ণতা দূরে চলে গেল।
রাতে শাশুড়ি ফোন দিয়ে বলল,
─ বাবা, মিনুর অবস্থা খুব বেশি ভালো না। তুমি দ্রুত রওনা দাও।
আমি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলাম, এখনো ন’দিন বাকি, ডাক্তার যে তারিখ দিয়েছিল।

আরও পড়ুন গল্প ও রিহানা

আমি রাতেই রওনা হলাম। বাসা থেকে অনেক দূর চলে এসেছি, পকেটে হাত দিয়ে বুঝতে পারলাম মোবাইল ফোন ভুলে রেখে এসেছি। আবার ফিরে গেলাম। মোবাইল নিয়ে আসার পথে অজ্ঞাত নম্বর থেকে কল। হ্যাঁ বলতেই, ওপাশ থেকে ভিজাকণ্ঠে কান্নার আওয়াজ। মনভার হয়ে গেল। আমি বোকা মানবে পরিণত হলাম। কিছুই বুঝে উঠতে পারছি না।
ভোরে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আমার চোখ ভিজে ঝাপসা হয়ে উঠছে, শাশুড়ি আমাকে ভিতরে আসতে বলল। অপারেশন থিয়েটার থেকে মিনুকে বের করে নিয়ে আসছে। সাদা ফ্যাকাসে দেখাচ্ছে। খুব মায়া হচ্ছিল। মনে হচ্ছে মিনুকে বুকে জড়িয়ে ধরে রাখি।
ডাক্তার জানিয়ে দিল,
─ বাচ্চা ও মাকে বাঁচানো সম্ভব হয়নি। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ভিতর থেকে পোড়া বারুদের গন্ধ বের হতে লাগল। নিজেকে পোড়া ধূপ শিখার মত মনে হতে লাগল।
ঘরে এলইডি বাল্ব লাগানো। তবুও অন্ধকার লাগছে আমার কাছে। ছোট একটা রুম, দুটি বাতি জ্বলছে। তবুও কত অন্ধকার! এ ঘরে বাতি না জ্বালালেও, আলোকময় হয়ে থাকত সব সময়। মিনু ছিল আমার জীবনে একটি আলোকিত বাতির মতন।
আজ সংসারে অভাব নেই। মানিব্যাগের কোণায় টাকা ভর্তি। বোয়াল মাছ কিনতে চাইলেই পারি। আমাকে কতদিন ধরে বলেছিল বোয়ালমাছ খাবে। রান্না করা বোয়াল মাছের তরকারির ঘ্রাণ, মাটির নিচে মিনু কি আজ পাবে?
ছয়-নয় ভাবতেই, পিছন থেকে আমার শাশুড়ি আমাকে ডাকছে, অশ্রুভেজা চোখে আনন্দের ঢেউ এসে পড়ল।
─ মিনু মরেনি!
আমি বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইলাম। বুঝে উঠতে পারছি না। কি বলব। চারিদিকে মৃদু বাতাস, পরিবেশ কেমন শান্ত হয়ে গেল। তারকারাজি আকাশ থেকে নৃত্যময় অবস্থায় নেমে আসছে, আমাকে প্রেমময় চাঁদ আলিঙ্গন করছে। আমি তার বুকে নতজানু হয়ে ঘাপটি মেরে শুয়ে রইলাম।

‘আত্মা বেঁচে থাকে অনন্তকাল, মানুষের মতো একটি রূপ নিয়ে।’

আরও পড়ুন শফিক নহোরের গল্প-
অন্তর্জাল ও মৃত্যু
খোয়ার
অতিথি আসন
অচেনা
তৃতীয় স্বাক্ষী

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

মৃত বৃক্ষ

Facebook Comments Box

শফিক নহোর মূলত একজন গল্পকার। এছাড়া তিনি প্রতিনিয়ত অণুগল্প, ছোট গল্প ও কবিতা লিখে চলছেন। প্রকাশিত গল্পগ্রন্থ: মায়াকুসুম, বিষফুল, কসুর; কাব্যগ্রন্থ: মিনুফুল তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দের ১১ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!