কবিতা,  রেজাউল করিম শেখ,  সাহিত্য

মা ও অন্ধকার

মা ও অন্ধকার

রেজাউল করিম শেখ

 

এখন-
মা তোমাদের ঘুম পাড়ানি গান শোনাবে
আয় ঘুম আয় বুড়োদের চোখে ঘুম আয়
আয় ঘুৃম আয়…

হ্যাঁ। তোমাদের মায়েদের চোখে আজ তোমরা স্রেফ বুড়ো।

আজ মা তোমাদের ঘুম পাড়িয়ে বাইরে বেরুবে
মাঝ রাতের আকাশ- জোছনা- অন্ধকার দেখবে।

আয় অন্ধকার ঘনিয়ে আয়…

হ্যাঁ। মা এখন অন্ধকার ভালোবাসে খুব করে।
মা জানেন, তোমাদের মুখ ও বুক, পেট ও চিবুক
অন্ধকারের সমার্থক।
এবং অন্ধকার নেমে এলে-
তোমাদের শরীরে, মায়ের ভীষণ কষ্ট লাগে।

অন্ধকারের বেদনায় কাতর-
মা তোমাদের ঘুম পাড়ানি গান শোনাবে
তোমাদের ঘুম পাড়াবে…

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!