মতলববাজ
কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

মতলববাজ, আমি সেই দলে, যুক্তির জোর

মতলববাজ

খোন্দকার আমিনুজ্জামান  

 

মতলববাজ সর খেয়ে যায় সন্ত্রাসীরা পুষ্টি পায়
চলমান ধারা ভাঙতে প্রতিরোধে সবে আয় ছুটে আয়।

ত্যাগ-তিতিক্ষা আদর্শ যোগ্যতা মার খাচ্ছে
সমাজ সভ্যতা রাজনীতি তাই ক্ষয়ে যাচ্ছে
লাখো শহীদের স্বপ্ন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে হায়।

অন্যায় অপকর্ম করে যারা শাস্তি পায় না তারা
অভিযোগ দিলে হয়তো হতে হবে জীবন-হারা।

সত্যের শক্তির পথে এসো সবে শাণিত করি শিরদাঁড়া
ধ্বংসিতে হবে আজ অন্যায় করে যারা
সর্ষের ভিতরেও ভূত ঢুকেছে আজ সব তাড়াবো
আয় সবে আয় ছুটে আয়।

আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
মাটির আলো
শাপলাদিঘির পাড়ে
আমাদের গ্রামখানি

 

আমি সেই দলে

উজার উজান চলে যে-জন সেই তো সুজন
ত্যাগ-তিতিক্ষায় হয় যে বড়ো ধন্য সে-জন।

ছায়া পথেও যে-জন শব্দ টুকায়
জ্ঞান মহিমা সে তো মাথায় ঢুকায়
সেই তো হবে তোমার আমার আপনজন।

নৈতিক মানবিক জাগরণ জাগাবে যে-জন
এসো সেই পথে হাঁটি, ঠেকাই মোদের পতন।

জ্ঞান-উদ্যানে মানবতার প্রয়োজনে যে-জন চলে
সমতা-সততা, একতা ও মমতার কথা যে-জন বলে
আমি সেই দলে, সেই প্রিয় পথের হই যেন একজন।

 

যুক্তির জোর

জোরের যুক্তি নয় এসো বন্ধু যুক্তির জোর উসকে দেই
সমাজ-সংস্কৃতি থেকে অসুন্দরের সুর তুলে নেই।

অপযুক্তি দেবে না মুক্তি আনবে দুঃসময়
যুক্তির জোগান ছাড়া মুক্তি সম্ভব নয়
এসো বন্ধু যুক্তির আলো দিকে দিকে ছড়িয়ে দেই।

এসো জড়া জীর্ণতা ছিন্ন করি যুক্তির জোরে
মুক্তির সোপান গড়ি প্রগতির গতির তোড়ে।

এসো জ্ঞান ও চিন্তার উন্মেষ ঘটাই
মন মননে সুন্দরের সুমধুর সুর রটাই
এসো বন্ধু হৃদয়ে হৃদয়ে যুক্তির মুক্তির চাষ দেই।

আরও পড়ুন কবিতা-
দূরবর্তী তুমি একাত্তর
কবি ওমর আলী
হৃদয়পটে

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

মতলববাজ

Facebook Comments Box

খোন্দকার আমিনুজ্জামান এ সময়ের একজন জনপ্রিয় লেখক। সৃজনশীল লেখার পাশাপাশি মননশীল লেখায়ও তিনি অনবদ্য। কবিতা, ছড়া, গান,  গল্প, উপন্যাসের পাশাপাশি তিনি প্রবন্ধ লিখে থাকেন। তাঁর লেখার মূল কথা, 'আধার কাটো, আলোর পথে হাটো। অনন্ত আলোতে সংলগ্ন হও, মানবিকতার বিকাশ ঘটাও।' প্রকাশিত উপন্যাস: সাদা চিঠি, বসন্ত বাতাস; গীতিকাব্য: শিউলি সুবাস, শত বছরের ফুল।  তিনি ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১লা মে জন্মগ্রহণ করেন। পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের প্রাচীন গ্রাম মুরারীপুর, তাঁর পৈতৃক নিবাস।

error: Content is protected !!