কবিতা,  পথিক জামান,  সাহিত্য

ভালোবাসা রঙ পাল্টায়, শ্রাবণে

ভালোবাসা রঙ পাল্টায়

পথিক জামান

 

এখন কী দেখছি বর্তমান হালটায়,
ভালোবাসাও রঙ পাল্টায়।
প্রেম -পিরীতি ভালোবাসা রবে চিরকাল,
ডিজিটাল ভালোবাসা করে নাজেহাল।

বেশি রঙে রঞ্জিত হলে ভালোবাসা,
ফিকে হয়ে যাবে সব কাঙ্ক্ষিত আশা।
পথে ঘাটে দেখি শুধু প্রেম প্রেম খেলা,
প্রেম প্রেম খেলে খেলে কেটে যায় বেলা।

বহুরূপী প্রেম তুমি বহুরূপ ধরে,
প্রেমিককে ধোঁকা দাও সবশেষ করে।
প্রেম তুমি অপরূপ রূপের ডালা,
ডিজিটাল প্রেমে ভাই অত নাই জ্বালা।

ডিজিটাল ছেলেমেয়ে, ডিজিটাল প্রেম,
প্রেম নিয়ে খেলে তাই অদ্ভুত গেম।
প্রেম তুমি বেঁচে থাকো স্বকীয়তা নিয়ে,
ওরা প্রেম করে নাকো, করে শুধু ইয়ে।

শুনে রাখো উত্তম পবিত্র যে প্রেম
আর নয় আর নয় প্রেম নিয়ে গেম।
খোকাখুকি মন দিয়ে শুচি প্রেম করো,
নিজেদের দেশটাকে প্রেম দিয়ে গড়।
জ্বেলে রেখ নিজ বুকে প্রেমের আগুন,
বারমাস খুঁজে পাবে প্রেমের ফাগুন।

আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
প্রেমের পরশ
স্বপ্ন দিয়ে ছাওয়া

 

শ্রাবণে

শ্রাবণের কালো মেঘ
ঘণ হয়ে আসে সময় অসময়,
অন্তরের পুঞ্জিভূত সুখ স্মৃতি
ছাপিয়ে ওঠে অতীতের
বেদনা রাশির পরে।
কখনো তা গুমরে কেঁদে ওঠে
অজান্তে অন্তরে।
চারপাশ স্যাঁত স্যাঁতে ভিজা,
কেঁচো গুলোর নিরন্তর ছুটে চলা,
অথবা কর্মব্যস্ত মানুষের
দূরন্ত ছুটে চলা সারাক্ষণ
খাদ্যের সন্ধানে।
পশুপাখি নিরুপায়,
গাছের ডালে আর রাস্তার
দুপাশে অবিরাম ভিজছে
ওরা স্বার্থপর নয় বলে।
শিশুদের দূরন্তপনা
শাসনের সব শৃঙ্খল ছিন্ন করে
কর্দমাক্ত মাঠে শুধুই ছুটোছুটি।
কী অদ্ভুত মাদকতা আনে
মাতা-পিতার স্নেহের ভুবনে!

 

ভালোকে যেন ভালোই বলি

ভালোকে যেন ভালোই বলি
মন্দকে বলি মন্দ,
নিজের কিছুটা ক্ষতি হলেও
বাড়াই না যেন দ্বন্দ্ব।
কালো যেন কালোই বলি
ফর্সাকে বলি ফর্সা,
বসন্তকে যেন বসন্তই বলি
বর্ষাকে বলি বর্ষা।
চোরকে যেন চোরই বলি
সাধুকে বলি সাধু,
বাপকে যেন বাপই বলি
দাদুকে বলি দাদু।
মেয়ে যেন মেয়েই বলি
ছেলেকে বলি ছেলে,
সত্যকে যেন সত্যই বলি
মিথ্যাকে পায়ে ঠেলে।
সুবাসকে যেন সুবাসই বলি
গন্ধকে বলি গন্ধ।
দ্বন্দ্বকে যেন দ্বন্দ্বই বলি
ছন্দকে বলি ছন্দ।
রসুলকে যেন রসুলই বলি
আল্লাহকে বলি আল্লাহ
মন্দ লোকের সঙ্গে কভু
নাহি দেই যেন পাল্লা।
মানুষকে যেন ভালোবাসি
পাপকেই করি ঘৃণা,
মিথ্যা বিরাজে সত্য রূপে
সত্যকে কঠিন চিনা।

আরও পড়ুন কবিতা-
বাংলার কৃষক
স্বর্গসুখ
দাঁড়িয়ে আছি ভুল দরজায়

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ভালোবাসা রঙ পাল্টায়

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!