ভালোবাসা তুমি, রেখে যাই এ হৃদয় আমার
ভালোবাসা তুমি
ভালোবাসা তুমি
হৃদয়ের টান
ভালোবাসা তুমি
মরমের গান
ভালোবাসা তুমি
অতৃপ্ত আশা
ভালোবাসা তুমি
প্রশান্তির বাসা
ভালোবাসা তুমি
ফুলের কাঁটা
ভালোবাসা তুমি
জোয়ার ভাটা
ভালোবাসা তুমি
অভিশপ্ত নেশা
ভালোবাসা তুমি
হতাশায় আশা।
ভালোবাসা তুমি
নিজস্ব আইন
ভালোবাসা তুমি
বিধ্বংসী মাইন
ভালোবাসা তুমি
নির্বোধ শিশু
ভালোবাসা তুমি
হতভাগ্য যিশু!
ভালোবাসা তুমি
অপ্রত্যাশিত অপবাদ
ভালোবাসা তুমি
আগুনে পুড়ে নিখাঁদ
ভালোবাসা তুমি
ইব্রাহিম খলিল
ভালোবাসা তুমি
স্রষ্টার দলিল!
ভালোবাসা তুমি
অমর অক্ষয়
ভালোবাসা তুমি
অপরাজয়
ভালোবাসা তুমি
প্রতারণায় নষ্ট
ভালোবাসা তুমি
অযাচিত কষ্ট
ভালোবাসা তুমি
কষ্টিপাথর
ভালোবাসা তুমি
মরেও অমর!
ভালোবাসা তুমি
নাস্তিকের আস্তিক
ভালোবাসা তুমি
দিকভ্রান্ত পথিক!
ভালোবাসা তুমি
জীবনের অবসান
ভালোবাসা তুমি
মৃত্যুঞ্জয়ী গান!
ভালোবাসা তুমি
স্বপ্নের বাসা,
ভালোবাসা তুমি
মুমূর্ষের আশা!
ভালোবাসা তুমি
বাংলার স্বাধীনতা,
ভালোবাসা তুমি
কবির কবিতা।
ভালোবাসা তুমি
নিস্তরঙ্গে ঢেউ
ভালোবাসা তুমি
জীবনের কেউ
ভালোবাসা তুমি
সৃষ্টির উল্লাস
ভালোবাসা তুমি
ধ্বংসের নির্যাস
ভালোবাসা তুমি
ক্ষমতার অভিলাষ
ভালোবাসা তুমি
বঞ্চিতের সর্বনাশ
ভালোবাসা তুমি
মীরজাফরের ছলনা
ভালোবাসা তুমি
বিজয়ের দুরন্তপনা
ভালোবাসা তুমি
শিশুর সরল বিশ্বাস
ভালোবাসা তুমি
সিরাজের ভাগ্যের পরিহাস
ভালোবাসা তুমি
উন্মাদ ঘূর্ণিঝড়
ভালোবাসা তুমি
ভাঙো বিশ্বাসের ঘর
ভালোবাসা তুমি
রংধনুতে রঙিন
ভালোবাসা তুমি
বর্ণচোরা পানিতে বিলীন
ভালোবাসা তুমি
কবিতার ছন্দ
ভালোবাসা তুমি
নিরন্তর দ্বিধাদ্বন্দ্ব
ভালোবাসা তুমি
অকুতোভয় বীর
ভালোবাসা তুমি
অবিনীত শির
ভালোবাসা তুমি
হকপন্থীর হুঙ্কার
ভালোবাসা তুমি
বঞ্চিতের জাগ্রত তলোয়ার
ভালোবাসা তুমি
বেদনায় উর্বর ভূমি
ভালোবাসা তুমি
বঞ্চিতের দানে দামি!
ভালোবাসা তুমি
ছলনার জাল
ভালোবাসা তুমি
তবু থেকো চিরকাল!
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
সখী প্রেম কারে কয়
কে প্রেমিকের প্রতিদান
শিরোনামহীন
রেখে যাই এ হৃদয় আমার
উড়ুক্কু পাখি
করে ডাকাডাকি কী কহিতে ব্যাকুল,
মিলনে আঁখি
অপলকে তাকায় ফুটাতে মনের ফুল!
উতলা হিয়া
ওঠে বিরহিয়া চৌম্বুক মায়াবী নিশান,
যায় ডাকিয়া
নয়নে লোচন করে করি পেরেশান!
দুরুদুরু বুক
কেড়ে নিয়ে সুখ সবল করে দুর্বল,
কেউ নিন্দুক
জানিলে পরাণ কণ্টকে কাতর কমল!
ভালোবাসে
মিষ্টি হাসে অব্যক্ত ভাষায় কাঙ্ক্ষিত অভিসার,
স্বপনে এসে
করিয়া বিভোর স্মৃতির মিনারে ডাকে বারবার!
শিশির চরণে
আসিয়া জীবনে আঁকিলে মানসিক তাজমহল,
চঞ্চল যৌবনে
বেগতিক টাইফুনে প্রকম্পিত কচু পাতার জল!
চলে গেলে
নাহি এলে, রচিলে বিচ্ছেদের শপ্ত ইতিহাস,
অবহেলে
পরম সুখের নীড়ে খেলা করে অযাচিত সর্বনাশ!
জাপান
নারকীয় শ্মশান হিরোশিমা নাগাসাকি অন্তরে তার,
বেমানান
পাশবিক হানায় ভয়ার্ত হিয়া শিউরে বারংবার।
তেমিন হিয়া
চির বিরহিয়া যা সমর্পিত কুয়াশাচ্ছন্ন ভালোবাসায়,
যাই ডাকিয়া
তাহারই স্মরণে পথ ভুলেছে যে আপন কুয়াশায়!
আরও পড়ুন কবিতা-
হালচাল
সুখ সরোবর
মায়ের দুলাল
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে