ভালোবাসার-গ্রাম
কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

ভালোবাসার গ্রাম, বাদল দিন, শরৎ

ভালোবাসার গ্রাম

খোন্দকার আমিনুজ্জামান

 

আমার ভালোবাসার গ্রামকে তোরা শহর বানানোর চেষ্টা করিস না
তা হলে যে বাবুই পাখির একতলা দোতলা বাসা আর
দেখতে পাবো না।

টুনটুনিরা চলে যাবে, যাবে বহুদূর
শুনতে পাবো না তাদের মিষ্টি মধুর সুর
ছোটো গাছে তাদের জোড়া পাতার বাসা
আর তো ভাই দেখা যাবে না।

দোয়েল-কোয়েল ঘুঘু-শ্যামার সুমিষ্ট ডাক
সেখানটায় দখল নিবে শহরের
কাক বক-ডাহুক-মাছরাঙাদের উড়াউড়ি
আর তো দেখা যাবে না।

গ্রামের নির্মল বাতাস আর বিশুদ্ধ পানি
ক্রমে দূষিত হবে জানি গো জানি শহরের বাস্তবতা আজ
আর কারও অজানা না।

সোঁদা সোঁদা মাটির গন্ধ পেতে গ্রামে ছুটে যাই
মনময় দক্ষিণী হাওয়া সেখানে পাই
পূর্ণিমা রাতে গ্রামে আকাশ ভেঙে পড়ে চাঁদের জ্যোৎস্না
শহরে যা মালুম করা যায় না।

আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
আষাঢ় শ্রাবণ
শ্রাবণ ধারা
অনন্ত

 

 

বাদল দিন

এমন ঘনঘোর বাদল দিনে উন্মনা মনটা গ্রামে ছুটে যায়
শত স্মৃতির পরশে হৃদয় ভরে যায় আকুলতায়।

রংধনুর সাত রং কখন যে ঐ নীল আকাশে ভাসে
গাছে গাছে কদম ফুল হাসে
এমন রমণীয় দৃশ্য দেখে মন ব্যাকুল হয়ে যায়।

কী সবুজ শ্যামল কতো ফুল ফল
নদী-নালা খাল-বিল জলে ছল ছল
মন তাই ছুটে যায় গ্রাম বাংলায়।

মায়ের চোখ ফাঁকি দিয়ে ছুটে যেতাম বৃষ্টি নামা মাঠে
কাঁদায় লুটোপুটি শরীরটা টেনে নিতাম পুকুর ঘাটে
সেইসব দিনগুলোর কথা কি ভোলা যায়?

মেঘেরা বাজনা বাজায়, বিজলি ছড়ায়
বৃষ্টি সুর তোলে নূপুর থাকে পায়।

একপশলা বৃষ্টি পড়লে মাথায়
আদর করে মুছে দিতেন আমায়
সেই মা-বাবা শুয়ে আছেন গ্রামে চলে গেছেন স্রষ্টার ঠিকানায়।

 

শরৎ

শরৎ এসেছে বেড়েছে রূপ এই রূপসী বাংলায়
আহা কী আনন্দ বয়ে যায় চোখের তারায় মনের আঙিনায়

শ্বেত শুভ্র কাশফুল দোল দোল দুলছে
পুঞ্জ পুঞ্জ শুভ্র মেঘ নীল আকাশে ভাসছে
দেখে দেখে ভেবে ভেবে আনন্দে মন হারিয়ে যায়।

প্রসন্ন রোদে কুঞ্জে কুঞ্জে বেড়ে যায় পাখিদের কলরব
মায়াবী রাতে শিউলি ফোটে বাতাসে ছড়ায় সৌরভ
শরতের দোলা যাবে না ভোলা এ যে অন্তরে বয়ে যায়।

শরৎ শশীর মিষ্টি হাসি কখনও হবে না বাসি
সে যে অন্তরে বসে বারে বারে দিবে হাসি।

শরতের দেহে এতসব দেখে মন করে উতলা
শরতের দোলা আহা যাবে না যাবে না ভোলা
দেখে দেখে ভেবে ভেবে তাই তো এ মন
উন্মনা হয়ে যায়।

আরও পড়ুন কবিতা
সম্পর্ক 
ভুলে যাবো
সীমাবদ্ধতা

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ভালোবাসার গ্রাম

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘আমাদের সুজানগর’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!