কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

ভালোবাসার ঋণ, চলে যাব বহু দূরে

ভালোবাসার ঋণ

জিন্না আরা রোজী

 

ডাকছে আমার নদীর বান,
ডাকছে সবুজ ছায়া ;
ডাকছে যত গ্রাম্য পথের
ফেরারি সব কায়া।

শিমুল রাঙা গ্রাম্যপথে
কিশোর বেলা খেলেছি কত খেলা,
ওদের সাথে ভাব বিনিময়
করেই যেত বেলা!
এখন ওরা ঈশারাতে ডাকছে আমায়,
কেমন করে ফেরাবো ওদের
ভালবাসার ঋণ?

ক্ষণিক দেখার ইচ্ছে হলে
তাইতো ছুটে আসি,
মরা ঘাসে পা ছড়িয়ে
ওদের কাছেই বসি।
জড়িয়ে আছি পিতৃঋনে
শিকড়েরা নেয় যে চিনে,
কেমন করে ভুলবো আমি
ওদের যত স্মৃতি?

এখন আমার হলদে সময়
পাতা ঝরার দিন,
কেমন করে ফেরাবো আমি
ভালবাসার ঋণ?
চুপটি করে কষ্ট চেপে,
খুচরো মেঘে উড়িয়ে দেব
ওদের যত ঋণ।

আরও পড়ুন জিন্নাত আরা রোজীর কবিতা-
সোনামনি
অলিখিত কবিতা
সাগরকন্যা

 

চলে যাবো বহু দূরে

অনেকটা পথ পাড়ি দিয়েছি…
এখন অন্তিম বেলা;
স্তব্ধ হয়ে যাচ্ছে চারিপাশ,
এই বুঝি সাঙ্গ হবে সকল খেলা।
নিজেকে বড় অপ্রয়োজনীয় মনে হয়
দীর্ঘকাল টিকে থাকা বিরক্তিকর…
দীর্ঘায়ু তিক্ততা বাড়ায় বৈকি কমায় না।
আচ্ছা আমি চলে গেলে কি কেউ কাঁদবে?
শোকের মিছিল হবে কি?
কারো কি কষ্ট হবে?
তোমাদের জন্য সাজানো আছে অনেক বরণডালা।
এ ঘাটে নোঙর আর বাঁধতে চাই না।
আচ্ছা, পরপারে বিশ্বাস করো তো?
দূরে গেলে ভুলে যাবে স্বাভাবিক,
কিন্তু সেটা কি তোমার জন্য ঠিক হবে?
ভেবো না তোমাকে নিঃস্ব রেখে যাবো!
যেদিকেই তাকাবে, দেখবে আমাকে;
বইয়ের ভাঁজে ভাঁজে আমার গন্ধ খুঁজে পাবে;
দেয়ালে দেয়ালে সাজানো থাকবে আমার মিছে কায়া।
মনে করে নিও কিছু উল্টা-পাল্টা স্মৃতি,
সেটা নাই বা বলে গেলাম;
খেয়ালে বসে স্মরণে এনো।
অথবা ভুলে যেও!
আচ্ছা আমার জন্য কি তোমার নয়ন জল ঝরাবে?
না, ঝরবে না জানি।
মনের অজান্তে যদি পড়ে মনে,
দেখবে কতো কিছু তোমার জন্য রেখে গেছি।
ওদের আঁকড়ে ধরবে তো?
নাকি সেটাও তখন অপ্রয়োজনীয় মনে হবে?
চলে যাবো বহুদূর, গহীন কোনো অরণ্যে;
অথবা সুদূর নীলিমায়, যেখানে শঙ্খচিল খেলা করে ।
চিৎকার করে বলবো, ‘চলে যাচ্ছি দূরে, বহুদূরে’;
দূর থেকেই দেখবো তুমি আছো, তুমি আছো…

আরও পড়ুন কবিতা-
হৃদয়পটে
কবি ওমর আলী
দূরবর্তী তুমি একাত্তর

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ভালোবাসার ঋণ

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!