কবিতা,  মো: হাতেম আলী,  সাহিত্য

ভারসাম্যতা, আমার আমি

ভারসাম্যতা

মো: হাতেম আলী

 

বহুদিন পর দেখতে গেছি সবুজ ঘেরা পাহাড় চুড়া
একি দশা পাহাড় রে তোর, সর্বাঙ্গ আজ বসন ছাড়া;
তুই কি তবে বর্ণচোরা?
নেই যে কোথাও একটি চাড়া-
হবে না তোর ছায়ায় বসে সুখ-দুঃখের গল্প করা
ক্লান্ত পথিক গামছা পেতে বসবে বল তো কোথায় তারা…?

কেওড়া, সেগুণ,শাল গাছগুলো জড়িয়ে ছিল একে অন্য
রাত্রদিনে প্রেমবন্ধনে গলায় গলায় বিলিয়ে পুণ্য;
যা দেখে মন হতো ধন্য
কোথায় সেই সবুজ অরণ্য-
মনি ঋষি তোরই অঙ্গে, অঙ্গ মেখে হয় অনন্য
তোর প্রেমেরই পরশ পেতে ছুটে আসে এই নগণ্য…।

পাহাড় বলে তোমরা মানুষ চিড়ছো এ বুক তিলে-তিলে
পশুর চেয়েও হিংস্র ঘাতক হাজার কান্নায় মন না গলে;
গাছ কাটিছো ছলে-বলে
বুক ভাসে তাই লোনা জলে-
ময়না টিয়া গাছের ডালে নাচবে না আর তালে তালে
নিজেই নিজের মরণের ফাঁদ পাতছো নয় কি নিজের ভুলে..?

বাজপাখি  বাঁধবে না বাসা সু-উচ্চ ঐ গাছের ডালে
হেরে গলায় ডাকবে না আর সঙ্গী সাথী সবাই মিলে
পাহাড় যারা খাচ্ছে গিলে
ছিঁড়ে ফেলবো তাদের পিলে-
রক্ষা করি এসো সবাই বন প্রকৃতি সবে মিলে
ফিরবে তবেই ভারসাম্যতা সুখ-শান্তি মানব কূলে…।

আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা-
বিপরীত হালচাল
ন্যায়ের যুদ্ধ
কালের যাত্রী

 

আমার আমি

ভিক্ষার হাত ঘৃণার হাত
চোর ডাকাত,
ঘুষখোর;
করবো লড়াই এসো সবাই
দূরে তাড়াই-
জোচ্চোর।

লুটতরাজে ধাপ্পাবাজে
ধরকবাজে,
গিলছে দেশ;
ডেকে পুলিশ করলে নালিশ
উল্টো পালিশ-
হচ্ছি বেশ।

শিক্ষা বিদ্যা নেই মর্যাদা
নেই আলাদা,
শিক্ষার নূর;
উচিৎ কথা শুনলে ভ্রাতা
লাগবে তিতা –
মিষ্টি গুড়।

কত যে আশা হয় নিরাশা
হর-হামেশা,
জগত মাঝে;
দিলে প্রশ্রয় নেবে নিশ্চয়
ফাঁকির আশ্রয়-
নিজের কাজে।

বলছো সেকি! এমন ফাঁকি
দেখাও দেখি,
কোথায় কেউ !
ধর্মাবতার করুন বিচার
আমার ভিতর
তারই ঢেউ।

আরও পড়ুন কবিতা-
বিষণ্ন বাসন্তী বাংলা
বাংলার কৃষক
আকাশে ডানা মেলে

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

ভারসাম্যতা

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!