বুকের-চর
কবিতা

বুকের চর, সুখ না অসুখ ।। কবিতা ।। আবুল হাশেম

বুকের চর

  • আবুল হাশেম

বুকের চরে
ফোটে না কাশফুল
ধু ধু বালিতে
শূন্য পানিতে
কাঁদে বুক।

মনের মরুভূমিতে
করে হাহাকার
তৃষ্ণা মেটে না
বুকের ভিতর
চোখের জলের ঘর।

মরীচিকার পিছে ছুটি
খুশির রাজ্যে কে দিলো টুঁটি
ভাঙনে ভেঙে গেল বাঁধন
আর কি জোড়া লাগে
বিধবার হাতের কাকন?

পথের ধুলোয় হারিয়ে সোনা
খুঁজে ফিরি নদী বালির চরে
পর যে হয়েছে সে
আর আপন হবে কীভাবে?

সময় গেছে চলে
সময়ের সাথে মিশে
যে চলে যায়
সে কি আর ফিরে আসে?

দুঃখের কথা
চোখের জলে যায় কি ভেসে?
সুখের সময়ে
দুঃখের কথা ক্ষণে ক্ষণে
মনে পড়ে।

এপ্রিল ০৫, ২০২৩ খ্রি.

 

সুখ না অসুখ

চোখের দিকে তাকিয়ে
চোখের মায়ায়
ঘোর কাটে না
এ কী হলো
সুখ না অসুখ আমার?

মুখের কথা বুকে
মুখে বলতে পারি না
তোমায় দেখে হারিয়ে যাই
পাই না খুঁজে রূপের ঠিকানা।

তোমায় দেখে আনমনা
মন তো কথা শোনে না
আমার দিলে তুমি
তাই তো নিজের কথা ভুলি।

চোখের মায়ায়
ঘোর কাটে না
আনমনা এই মন
তোমায় ভাবে
আমায় ভাবে না
এ কী সুখ না অসুখ
বলতে পারি না।

অক্টোবর ২০, ২০২৩ খ্রি.

আরও পড়ুন কবিতা-

স্বাধীনতার তিক্ত  স্বাদ

প্রার্থনা

কৃষকের ধান

 

ঘুরে আসুন আমাদের সুজানগর-এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে
বুকের চর
Facebook Comments Box

আবুল হাশেম একজন কবি। লেখালেখির শুরু হয় হাইস্কুলে পড়াকালীন সময়ে। প্রকাশিত কাবিতাগ্রন্থ: ভালোবাসার রঙ, সমীকরণ। তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দের ৫ই অক্টোবর পাবনার জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের অন্তর্গত বোনকোলা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!