বীর সেনানী
বীর সেনানী
ইনামুল হাসান মিসবাহ
বীর সেনানী তুমি
তোমার বিরহে গুমরে কাঁদে
রক্তরাঙা ভূমি।
দেও-দানবের হুংকারে আজ
পড়ছে খসে ইনসাফী তাজ
সন্ধ্যার আঁধার ডাকছে দূরে বিষম লগ্ন চুমি
বেলা শেষে গুণছি প্রহর আসবে ফিরে তুমি।
শুকিয়ে গেছে জল
চোখের কোণে রক্তাশ্রু আজ
করছে টলমল।
বৈরী বাতাস বইছে জোরে
ত্রস্ত জীবন ধ্বংস নীড়ে
সন্ধ্যে হলো তোমার আশায় রক্তে নামে ঢল
রুখতে হবে রক্ত-নদী নেই কোন সবল।
বদলে দাও সময়
দানব-শক্তি হোক পরাভূত
জীবন স্বপ্নময়।
অসি হাতে মেঘ উড়িয়ে
রাতের পর্দা দাও সরিয়ে
ভাগ্যে তোমার বিজয়-তিলক নয়তো পরাজয়
আসলে তুমি পালিয়ে যাবে সকল আঁধার-লয়।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
Facebook Comments Box