বিড়ম্বনা
বিড়ম্বনা
ফজলুল হক
এক সময় ভালোলাগা আর অভিমান নিয়ে লিখতাম
লোকে বলতো প্রেমে পড়েছে বোধহয়,
তারপর বিরহ নিয়ে লেখা
অনেকে ফিসফিস করে
ছেঁকা খাইছে কবি।
ঘুষ-দুর্নীতি নিয়ে লিখলাম
কেউ বলে সাহস কতো বেটার!
রাজনীতি নিয়ে লিখতেই
স্বজনেরা বললো জীবনের মায়া নেই?
তারপর প্রকৃতি নিয়ে লেখা
মাচানে বসা অলস লোকগুলো উৎসুক নয়নে চেয়ে বলে পাগলে পাইছে নিশ্চয়।
ভ্যাবাচ্যাকায় কিছুদিন লেখা বন্ধ হলো,
এক গোধূলিতে পথের বাঁকে হঠাৎ এক কবিতা প্রেমির দেখা
সে বললো,কবি কলম বন্ধ কেনো?
নির্বাক দৃষ্টিতে তার চোখে চেয়ে সমুদ্রের উন্মাদনা দেখতে পেলাম;
অতঃপর যা হওয়ার তাই হলো!
মস্ত বড় এক কবিতার পাণ্ডুলিপি সামনে এসে দাঁড়িয়ে গেলো!
নাম দিলাম ভালোবাসা।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
বিড়ম্বনা
Facebook Comments Box