বিলম্ব
কবিতা,  সাহিত্য

বিলম্ব

বিলম্ব

রকিবুল হাসান

 

একদিন তুমি আমার কাছে
আমার লেখা প্রেমের কবিতা শুনতে চেয়েছিলে
মায়াময় কবিতা
কিন্তু, আমি শোনাতে পারি নাই !
কারণ আমি কবিতায় বাস্তবতার কথা লেখি
তাই তোমাকে শোনাতে পারি নাই
স্বরচিত প্রেমের কবিতা !
কিন্তু জানো,
এখন আমি বাস্তবিক কবিতার পাশাপাশি
অহরহ প্রেমের কবিতা লিখতে পারি ।
নিজের লেখা প্রেমের কবিতা
মাঝে মাঝে নিজে কন্ঠেও ধারণ করি
কিন্তু, আজ শোনার জন্য তুমি নেই !
প্রেমের কবিতা আমি ঠিকই লিখলাম
তবে ততোদিনে তুমি অন্যের কবিতা শোনায় অভ্যস্ত।
আমার কবিতা না হয় পরিত্যাক্তই থাক
কোন একদিন বন্ধু হয়ে এসো
সেদিন তোমাকে শোনাব!
অন্য কিছু নয়
অবশেষে বন্ধুত্বের প্রত্যাশায় রইলাম
অতীত না হয় অতীতেই থাক ।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

'আমাদের সুজানগর' সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। 'আমাদের সুজানগর' সংগঠনের মুখপত্র "আমাদের সুজানগর" ওয়েব ম্যাগাজিন। ওয়েব এড্রেস: www.amadersujanagar.com মেইল এড্রেস: editor.amadersujanagar@gmail.com

error: Content is protected !!