বিরঞ্জনা
কবিতা,  কে এম আশরাফুল ইসলাম,  সাহিত্য

বিরঞ্জনা, রয় গোপনে সবার মনে,তাহার ভালোবাসায়

 বিরঞ্জনা

কে এম আশরাফুল ইসলাম

 

বিরঞ্জনা

মোর ঠিকানা কেমনে ভুলিলে হায়,

সুরঞ্জনা

বর্ণবিহারী দূর আকাশ নীলিমায়!

মেঘের পাখায়

সমীরের ছোঁয়ায় বিজলী চমকে ধাও,

শিশিরের ভেলায়

আরোহণ করে মুক্তো হয়ে হাসাও!

উঠিলে রবি

হারায় ছবি রিক্ততায় দোলে ঘাস,

তথৈ পৃথিবী

কাষ্ঠ হাসিতে মরুতে খোঁজে নিবাস!

ফোটে কলি না

না আসে অলি সবুজে নাচে সাদা,

না করে কেলি

শূন্য সায়রে চৈতি আবেশে কাদা!

লঙ্ঘিয়া বারণ

হইলে চারণ অযাচিত শ্বাপদের,

কাঁদে অকারণ

করিয়া স্মরণ হৃত বিরঞ্জনা হৃদের!

বর্ণনাশী

সর্বনাশী বিরূপ মাতাল হাওয়ায়,

ভালোবাসি

গলার ফাঁসি বিরঞ্জনার ভালোবাসায়।

ও বুকে ঢেউ

সিন্ধুতে কেউ অবাধ্য নিম্নচাপের লীলা,

করে কেঁউ কেঁউ

অশান্ত মান্‌সে অসহায়ের অশ্রুমালা!

আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
প্রতীক্ষায় আছি 
বেদনার কূলে কূলে
শিরনামহীন

 

 

রয় গোপনে সবার মনে

রয় গোপনে

সবার মনে ডাক দিয়ে যায় কেউ,

কয় নয়নে

মনের কথা জাগলে প্রাণে ঢেউ!

যদি আঁখি

প্রেমের পাখি মিলায় এশারায়,

নিত্য ডাকি

চোখের ছবি ভাসে মান্‌স কাবায়!

আঁকে ছবি

শিল্পী কবি ছন্দে বাঁধে আনন,

করে দাবি

চিরকালের অবিনাশী বন্ধন!

কেওবা আসে

ভালোবেসে পুরায় মনস্কাম,

কেওবা নাশে

কল্পবাসর হইলে বিধি বাম।

এলো সে

ভালোবেসে দিয়ে স্বপ্ন আশা,

অবশেষে

উদাস বাউল আমার সর্বনাশা!

চলে গেলে

থাকে ভুলে ভুলা সহজ নয়,

অন্তরালে

তুষের অনল তারই কথা কয়!

স্মৃতির পাখি

ডাকাডাকি জীবন মরণে,

তপ্ত আঁখি

সাক্ষী হয় আপন আননে!

ডুকরে কাঁদে

পাষাণ হৃদে ফোটে অতীত ফুল,

মনের ফাঁদে

অনুতাপে দগ্ধ ভালোবাসার ভুল!

 

তাহার ভালোবাসায়

এই আমি

সেই তুমি তোমারই সুমিষ্ট ভালোবাসায়,

সেই প্রেমই

রিমান্ডে নিয়ে আমাকেই বারবার জিগায়,

কেমন আছি

মরেই বেঁচে আছি না কি অবিস্মৃতির দেশে,

তেমনি আছি

দেবদাস একান্ত তোমাকেই ভালোবেসে!

শ্রীঘর

আমারই অন্তর অর্পিত সাবেক মন প্রাণ,

নির্ভর

করিয়া কাঁদায় কে দেখে বেদনার তুফান?

উতলা সিন্ধু

কাঁদায় বন্ধু দু’কূল বিপদ সীমানায় হারায়,

বৃত্তের বিন্দু

পরিধি অভিসারে সৌরলোকেতে ঘুরায়!

মক্ষিরাণী

মৌশিরোমণি কুমারিত্বের  অহংকারে,

আকাশ বিহারিণী

হইয়া আমার প্রত্যয় বিনাশ করে!

আরও পড়ুন কবিতা-
শিউলি সুবাস
প্রেমের পদ্য
তোমার প্রতিক্ষায়

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!