বিবেকবোধ, পুষ্প বৃষ্টি, তুই ধোঁকাবাজ
বিবেকবোধ
জয়-পরাজয় দিয়েই সব কিছুর সৃষ্টি
বিজয়ীর তাজ পেতে লাগে দূরদৃষ্টি;
সুখ-দুঃখ প্রতিবেশি
চলে ওরা পাশাপশি-
না পাওয়ার বেদনাতে না হারালে শক্তি
তবেই তো আসে ফিরে জীবনের মুক্তি…।
সুখ ভরা সংসারে দিকেদিকে হায় হায়
আলো ঝলমল তবু আঁধারেই ঘিরে রয় ;
মাতৃত্বের আজ অপমান
পিতৃত্বেরও অসম্মান-
ভ্রাতৃত্ববোধ ভুলে ভাই বোন দূরে রয়
স্বর্গ তাই বৃদ্ধাশ্রমে অবহেলায় রাত কাটায়…।
এ বলে যে আমি বড় সে বলে যে আমি
ও বলে হায় তার চেয়ে সেই নাকি রে দামী;
এই নিয়ে হরদম
মারপিট ধুমধুম-
সম্মানের প্রাপ্য যে তায় ভুলে গেছি আমি
আসলে কে বড় তাহা জানে অন্তর্যামী….।
আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা-
বিপরীত হালচাল
ন্যায়ের যুদ্ধ
ভারসাম্যতা
পুষ্প বৃষ্টি
তুই ধোঁকাবাজ
আর কতকাল
খেলবি রে বল
করবি রে ছল
মানব-নাশে।
আসবে কঠিন
সময় যেদিন
তোর ঐ জমিন
পড়বে ধসে।
করলি দখল
দেশের ফসল
সাজলি নকল
কুল-দরদী।
কাঁদলো না তোর
পাষাণ অন্তর
দেখেও ওদের
চোখের নদী।
কারসাজি তোর
চলবে না আর
থাক হুঁশিয়ার
তুই জারজ।
শোন রে লোভিক
ধিক শতো-ধিক
তারও অধিক
ক্ষোভ আরজ।
তোর নামে আজ
সুশীল সমাজ
হয় যে নারাজ
জাতি’র পর।
ভাঙছে বিশ্বাস
পড়ছে যে বাজ
ধ্বংসের নিঃশ্বাস
ঘাড়ের পর।
মরার উপর
ঘা দিস খাঁড়ার
নিজের ভাণ্ডার
পূরতে আজ।
তুই ধোঁকাবাজ
লোভী বদমাশ
তোর জন্য দেশ
পায় যে লাজ।
আরও পড়ুন কবিতা-
বিষণ্ন বাসন্তী বাংলা
তিতাস নদীর পাড়
দাঁড়িয়ে আছি ভুল দরজায়
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
বিবেকবোধ