কবিতা,  মো: হাতেম আলী,  সাহিত্য

বিবেকবোধ, পুষ্প বৃষ্টি, তুই ধোঁকাবাজ

বিবেকবোধ

মো: হাতেম আলী

 

জয়-পরাজয় দিয়েই সব কিছুর সৃষ্টি
বিজয়ীর তাজ পেতে লাগে দূরদৃষ্টি;
সুখ-দুঃখ প্রতিবেশি
চলে ওরা পাশাপশি-
না পাওয়ার বেদনাতে না হারালে শক্তি
তবেই তো আসে ফিরে জীবনের মুক্তি…।

সুখ ভরা সংসারে দিকেদিকে হায় হায়
আলো ঝলমল তবু আঁধারেই ঘিরে রয় ;
মাতৃত্বের আজ অপমান
পিতৃত্বেরও অসম্মান-
ভ্রাতৃত্ববোধ ভুলে ভাই বোন দূরে রয়
স্বর্গ তাই বৃদ্ধাশ্রমে অবহেলায় রাত কাটায়…।

এ বলে যে আমি বড় সে বলে যে আমি
ও বলে হায় তার চেয়ে সেই নাকি রে দামী;
এই নিয়ে হরদম
মারপিট ধুমধুম-
সম্মানের প্রাপ্য যে তায় ভুলে গেছি আমি
আসলে কে বড় তাহা জানে অন্তর্যামী….।

আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা-
বিপরীত হালচাল
ন্যায়ের যুদ্ধ
ভারসাম্যতা
পুষ্প বৃষ্টি
রাজনৈতিক দর্শন নিত্যই হয় ধর্ষণ
বিকৃত প্রজনন,অপ্রিয় সত্য ।
বিভাজিত জটরে জন্মাবে শিশু যে
শিক্ষা কি পাবে সে, মর্ত্যের দৈত্য …!
সে আমি সহোদর তবু কেন পরষ্পর
বাটোয়ারায় স্বার্থপর,সুস্পষ্ট ;
দেহে রক্তের মিল কেন তবে গরমিল
যোগ-বিয়োগ ভাগফল,পাপী পথভ্রষ্ট…!
বিচারের কাঠগড়ায় শৃঙ্খলিত অসহায়
সশস্ত্র প্রহরায়,হয়ে দন্ডায়মান।
করেছি যে পাপাচার হয় যদি সুবিচার
নাহি পাবো নিস্তার,নিশ্চিত ফরমান…!
দুদিনের এ খেলাঘর কে আপন কেবা পর
সদালাপে পরষ্পর,করলে যাপণ।
সয়ে যাবো শতাঘাত দূরে ঠেলে বিবাদ
পুষ্প-বৃষ্টি নির্ঘাত,হবেই বর্ষন…।
তুই ধোঁকাবাজ

আর কতকাল
খেলবি রে বল
করবি রে ছল
মানব-নাশে।

আসবে কঠিন
সময় যেদিন
তোর ঐ জমিন
পড়বে ধসে।

করলি দখল
দেশের ফসল
সাজলি নকল
কুল-দরদী।

কাঁদলো না তোর
পাষাণ অন্তর
দেখেও ওদের
চোখের নদী।

কারসাজি তোর
চলবে না আর
থাক হুঁশিয়ার
তুই জারজ।

শোন রে লোভিক
ধিক শতো-ধিক
তারও অধিক
ক্ষোভ আরজ।

তোর নামে আজ
সুশীল সমাজ
হয় যে নারাজ
জাতি’র পর।

ভাঙছে বিশ্বাস
পড়ছে যে বাজ
ধ্বংসের নিঃশ্বাস
ঘাড়ের পর।

মরার উপর
ঘা দিস খাঁড়ার
নিজের ভাণ্ডার
পূরতে আজ।

তুই ধোঁকাবাজ
লোভী বদমাশ
তোর জন্য দেশ
পায় যে লাজ।

আরও পড়ুন কবিতা-
বিষণ্ন বাসন্তী বাংলা
তিতাস নদীর পাড়
দাঁড়িয়ে আছি ভুল দরজায়

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

বিবেকবোধ

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!