কবিতা,  মো: হাতেম আলী,  সাহিত্য

বিপরীত হালচাল, হে মহা মহীয়ান, নীল-বেদনা

বিপরীত হালচাল

মো: হাতেম আলী

 

গুণী লোকের এই সমাজে
সম্মান নাই আজি;
দুষ্টু লোকের ফন্দী-ফিকির
বাড়ছে ধান্দাবাজি।
সদাচারের বড়োই অভাব
চলা ফেরায় পশুর স্বভাব-
অন্যের কাঁধে বন্দুক রেখে
দেশ দরদী সাজি;
কাজ-কর্মে’তে ফাকি দিয়েও
ভাবে কাজের কাজী…
সম্মান দিলে সম্মান মেলে
শুনছি চিরকাল।
এখন দেখছি সবই মেকি
বিপরীত হালচাল।
যাহার আছে অনেক টাকা
অহংকারে সে চলে বাঁকা-
সদায় ভাবে অন্যরা সব
ছোট লোকের দল।
আসল সম্মান তার’ই প্রাপ্য
বাঁকিরা মাকাল ফল…!
ছোটর মুখে বড় কথার
ফুটছে যেনো খই;
উলঙ্গ কৃষক মাথা ঠুকছে
পাকা ধানে’তে মই।
অসৎ লোকের পাল্লা ভারী
করছে কাঁদা ছোঁড়াছুড়ি-
চোর পুলিশে সখ্যতা আজ
দেখছি সর্বত্রই;
সুশিক্ষা তাই ধ্বংসের মুখে
সিকেয় উঠছে বই…

আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা-
পান পেয়ালা শূন্য
ন্যায়ের যুদ্ধ
কালের যাত্রী

 

হে মহা মহীয়ান

এই দৃশ্যপট নদী-সাগর মাঠ
অবাক চেয়ে রই ;
কি যে অপরূপ সৃষ্টি তোমার
তুলনা যে তার নাই।
ফুল থেকে ফল তার থেকে গাছ
গাছ থেকে ফুল মহা-কারুকাজ !!
মানব, দানব,পশুপক্ষী, মাছ
সৃষ্টি সর্বত্রই ;
ত্রিভূবনের ভারসাম্যতা ভার
তোমারই নিশ্চয়ই..

চন্দ্র-সূর্য, গ্রহানুপুঞ্জ, তারা
জমিন ও আসমান ;
তোমার ইশারায় যে যার পথে
সদায় ঘূর্ণায়মান।
থাকতো যদি দ্বিতীয়জন কেহ
দ্বিমত কি হতো না সৃষ্টি আবহ-?
তোমার মত এমন কারিগর
নেই যে অন্যজন ;
তুমিই সব কিছুর সৃ্ষ্টিকর্তা
হে মহা মহীয়ান…

উত্তপ্ত মরূ তার মাঝেও তুমি
প্রাণ কর সঞ্চার ;
হিমবাহে ঢাঁকা উত্তর মেরূতে
তুমিই দাও আঁধার।
প্রাণ থেকে কর প্রাণের সৃষ্টি
মেঘ থেকে ঝরাও শীতল বৃষ্টি-
জ্ঞান-বিজ্ঞানে জনম-জনম
করছে পরীক্ষা তার ;
আজও কি তারা দিতে পেরেছে
একটিও উপহার…?

 

নীল-বেদনা

স্মৃতিরা আমায়
কুঁড়ে-কুঁড়ে খায়
নীল-বেদনায়
অনবরত।

খুঁজে মরি হায়
স্মৃতির পাতায়
মন আঙিনায়
লুকিয়ে শতো।

ছিল এই হৃদে
ভালোবাসা খিদে
কোন অপবাদে
করলি পর ?

নিজের হাতেই
ভেঙে দিলি তুই
সাজানো এই
সুখের ঘর।

আমার এ ঘরে
ভরেছে আঁধারে
জ্বলে তোর ঘরে
ঝালর-বাতি।

দুঃখগুলো যত
বৃষ্টির’ই মত
হউক বর্ষিত
আমার প্রতি।

পথ-প্রতিকূল
হারায়ে দু’কুল
আঁখি ছলছল
বিরহে তোর।

হউক পূরণ
তোর’ই স্বপন
দোআ আমরণ
নিরন্তর।

আরও পড়ুন কবিতা-
প্রকৃতিতে হবো লীন
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

বিপরীত হালচাল

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!