বিনিদ্র দীপের মতো
বিনিদ্র দীপের মতো
ফজলুল হক
সন্ধ্যা আঁচল বিছিয়েছে দিগন্তজুড়ে
মুঠো মুঠো অন্ধকারে ডুবে গেছে সবুজ প্রান্তর,
এর মানে এই না অপেক্ষা শেষে আর কখনো ফুটবে না আলো।
শূন্যতার মলিন পথে নূপুরের প্রমিত ধ্বনি
উত্তরের প্রসণ্ন বাতাসে
মনের আঙিনায় মনোহর দুলছে মেঘমালা কেশ।
চিত্তে জেগে থাকে আশার ক্ষীণ আলো-
শেষ দেখা মুখখানি
চকিত নয়নের একান্ত সঙ্গী।
হাসনাহেনার গন্ধমাখা দিনগুলো পিছু টানে,
সুষম ভাবনার অমৃত ঘ্রাণে কে যেনো আমাকে আচ্ছন্ন করে।
জগৎ-সংসারের মোহ ক্রমাগত অস্তগামী-
চোখের ডগায় চেনা নদীর যুবতী ঢেউ
নিজেকে ভেঙেছি বারবার।
বোবা সূর্যের উন্মাদনা
বিচলিত তিয়াসী মাটি,
চোখের কোণায় অবুঝ জলাবদ্ধতা !
সময়ের এতোসব খণ্ডচিত্র আলিঙ্গনের পাখনা উড়ায়,
আমি বিনিদ্র দীপের মতো
পাহাড়ের নিষ্কলুষ কান্না শুনি।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
Facebook Comments Box