কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

বিনিদ্র দীপের মতো

বিনিদ্র দীপের মতো

ফজলুল হক

 

সন্ধ্যা আঁচল বিছিয়েছে দিগন্তজুড়ে
মুঠো মুঠো অন্ধকারে ডুবে গেছে সবুজ প্রান্তর,
এর মানে এই না অপেক্ষা শেষে আর কখনো ফুটবে না আলো।

 

শূন্যতার মলিন পথে নূপুরের প্রমিত ধ্বনি
উত্তরের প্রসণ্ন বাতাসে
মনের আঙিনায় মনোহর দুলছে মেঘমালা কেশ।

 

চিত্তে জেগে থাকে আশার ক্ষীণ আলো-
শেষ দেখা মুখখানি
চকিত নয়নের একান্ত সঙ্গী।

 

হাসনাহেনার গন্ধমাখা দিনগুলো পিছু টানে,
সুষম ভাবনার অমৃত ঘ্রাণে কে যেনো আমাকে আচ্ছন্ন করে।

 

জগৎ-সংসারের মোহ ক্রমাগত অস্তগামী-
চোখের ডগায় চেনা নদীর যুবতী ঢেউ
নিজেকে ভেঙেছি বারবার।

 

বোবা সূর্যের উন্মাদনা
বিচলিত তিয়াসী মাটি,
চোখের কোণায় অবুঝ জলাবদ্ধতা !

 

সময়ের এতোসব খণ্ডচিত্র আলিঙ্গনের পাখনা উড়ায়,
আমি বিনিদ্র দীপের মতো
পাহাড়ের নিষ্কলুষ কান্না শুনি।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!