বারো-মাসের-পদাবলী
ছড়া,  সাহিত্য

বারো মাসের পদাবলী

বারো মাসের পদাবলী
জাহাঙ্গীর পানু

 

বৈশাখ মাসে ঝড় বৃষ্টিতে
আম কুড়ানোর হরষে,
কাঁচা আমের আচার হয়
টক ঝাল মিষ্টির পরশে।

 

জৈষ্ঠ্য মাসে দেখা যায়
নানান ফলের বাহার,
মধু মাসের মিষ্টি ফলে
করে সবাই আহার।

 

আষাঢ় মাসে রিমঝিম শব্দে
বৃষ্টি মুখর সারা দিন,
শিশু কিশোর নারী পুরুষ
ঘরে বন্দী পরাধীন।

 

শ্রাবণ মাসে ঢল নামে
নদী নালা ভরপুর,
বন্যার পানি ধেয়ে আসে
গ্রাম শহর টইটুম্বুর।

 

ভাদ্র মাসে ভরা বন্যায়
মাছ ধরে জেলেগণ,
নানা রকম মাছের স্বাদে
রসনা বিলাসে ভরে মন।

 

আশ্বিন মাসে নদীর তীরে
কাশ ফুলের মেলা,
মেঘমুক্ত নীলাকাশে ভাসে
সাদা মেঘের ভেলা।

 

কার্তিক মাসে শুরু হয়
ধান উৎসবের রেশ,
কাস্তে হাতে কৃষক ভাই
ধান কাটে বেশ।

 

অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব
এখন যায় না দেখা,
নতুন ধানের উৎসব এখন
সারা বছর মাখা।

 

পৌষ মাসে পিঠাপুলির
উৎসব শুরু হয়,
হরেক রকম পিঠা বানাতে
বৌ-ঝিরা ব্যস্ত রয়।

 

মাঘ মাসে হাড় কাঁপানো
পরে যখন শীত,
রাতদুপুরে ঠান্ডায় জমে
শিয়াল গায় গীত।

 

ফাল্গুন মাসে গাছে গাছে
নানান রকম ফুল,
মুকুল ফুলে আমের কড়ি
পরছে যেন দুল।

 

চৈত্র মাসে চৈতালী ফসল
গৃহস্থের গোলা ভরে,
চৈতী হাওয়ায় চাঁদনী রাতে
ফুলের সৌরভ ঝরে।

 

আর পড়ুন কবিতা-

যদি তুমি চাও

কেশবতী প্রিয়ংগনা

 

আমাদের ফেসবুক পেইজ

বারো মাসের পদাবলী

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ সাহিত্য সংকলনের সম্পাদক এবং ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক তিনি। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!