বারবার-ফিরে-আসি
কবিতা,  পথিক জামান,  সাহিত্য

বারবার ফিরে আসি, আহবান

বারবার ফিরে আসি

পথিক জামান

 

অত সুখ নাই যত সুখ তুমি
আশা করো এইখানে
বাহারি বাড়ির রঙিন স্বপ্ন
মরীচিকা হয়ে টানে।

লাল নীল বাড়ি বড়বড় ঘর
শত শত রাঙা পথ,
বুকে হাত রেখে বলো তুমি আজ
কতটুকু আছো সৎ।

কিন্তু আমার গ্রামের চাষা?
এতটুকু বলি শোন,
জড়াজড়ি করে মিলেমিশে থাকে
হিংসা রাখে না কোনো।

তথায় আমার জীর্ণ কুটীর
শীর্ণ শরীর মা,
সেইতো আমার লালিত স্বপ্ন
সাধের সবুজ গাঁ।

আমার বাড়ির লাগোয়া পালানে
কত শত ফুল ফোটে,
সকাল সন্ধ্যা দলে দলে অলি
মধু আহরণে জোটে।

রোদে ঝিলমিল রূপালী শিশির
আর শিশুদের হাসি,
এসব দেখতে নীরবে নিভৃতে
বারবার ফিরে আসি।

বিলের ধারে গ্রামটি আমার
শীতল দখিন হাওয়া
হবে কি কখনো আমার জীবনে
এমন পরম পাওয়া?

রাতের আঁধারে শিয়াল ডাকে
ভোরবেলা নানা পাখি,
এতকিছু ফেলে বলোতো কীভাবে
নীরস শহরে থাকি?

তাই মাঝে মাঝে আসা হয় হেথা
আমি চাই মাসে মাসে
আমার আকুতি কেবলই বোঝে
নবীন দুর্বা ঘাসে।

ছোটো ছোটো মাছ তেলাকুচা পাতা
আমার পছন্দ অতি,
যতটুকু পারি পেট পুরে খাই
হোকনা হাজার ক্ষতি।

আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
আমার গানের পাখি
ভালোবাসি যারে

 

আহবান

নবীন কবিরা গাইছে গান
শীতল দখিন বায়,
আহবান করি প্রাণ খুলে গাও
সুজানগর ‘সাহিত্যিকদের আড্ডা’য়।

তোমরা গাইবে প্রেমের গজল
আমরা প্রবীণ কবি,
গাইতে পারি না আগের মতো
অস্ত যে প্রায় রবি।

তোমরা আঁকবে সমাজের ছবি
তুলির আঁচড় তুলে,
সাম্যের গান গাইবে তোমরা
আপন কণ্ঠ খুলে।

সমাজের যত নির্যাতিতা
বঞ্চিতা, শিশু, নারী,
পাশেতে দাঁড়াবো দুহাত বাড়িয়ে
আমরা যতটা পারি।

এ হোক তোমার জীবনের ব্রত
জীবনের স্লোগান,
দলিত,মথিত, বঞ্চিত নারী
ভাঙ্গা দিলে পাবে প্রাণ।

সবাই কি আর সব কাজ পারে
নবীনরা পারে যত,
তোমরা সারাবে হেকিম সেজে
সমাজের পচা ক্ষত।

তোমরা রচিবে সোনালি স্বপ্ন
দুই হাতে ধরো হাল,
সোজা পথে হাঁটো কাজ করো হেসে,
ঠিক থাকে যেন তাল।

তাহলেই তুমি খুঁজে পাবে সেই
অধরা রঙিন স্বপ্ন,
এমন জীবন না হয় যেন
গভীর বিলাসে মগ্ন।

সত্যের সাথে সন্ধি করবে
মিথ্যার সাথে দ্বন্দ্ব,
মিথ্যার পথ অবারিত আজ,
সত্যের পথই বন্ধ।

আরও পড়ুন কবিতা-
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি
বসন্ত কোকিল

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

বারবার ফিরে আসি

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!